New Tea Outlet in Town|| চায়ের কাপে তুফান তুলে আড্ডা-গানে মজে নয়া প্রজন্ম, পুরুলিয়ায় হাজির এমবিএ চাওয়ালা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
MBA Chai Wala: ১৫০ টিরও বেশি এমবিএ চা ওয়ালার আউটলেট রয়েছে গোটা দেশজুড়ে। রয়েছে প্রায় ১০ রকমের চা।
পুরুলিয়া: চা-য়ের প্রতি প্রেম বাঙালি, অবাঙালি সকলের। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা ছাড়া দিনই শুরু হয় না। চায়ের প্রেমে মগ্ন হয়ে গান বেধেছেন বহু সুরকার, লেখা হয়েছে গল্প , কবিতাও।
পুরুলিয়ার চা প্রেমীদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। এই প্রথম বার পুরুলিয়া শহরে রকমারি চা নিয়ে হাজির হয়েছে এমবিএ চাওয়ালা। সারা দেশজুড়ে ১৫০ টিরও বেশি আউটলেট রয়েছে এমবিএ চাওয়ালার। তাদেরই একটি নতুন আউটলেট শুরু হয়েছে পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের সিটি সেন্টারে তৈরি হয়েছে এমবিএ চাওয়ালার নতুন আউটলেট এখানে রয়েছে একটি ক্যাফেটেরিয়াও। বহু চা-প্রেমী ভিড় জমাচ্ছেন সেখানে। ক্যাফেটেরিয়ায় চা খাওয়া পাশাপাশি গানের আমেজ উপভোগ করছে নয়া প্রজন্ম। তাই এই নতুন এমবিএ চাওয়াল আউটলেটকে ঘিরে পুরুলিয়ায় উন্মাদনা তুঙ্গে।
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়া রাজগ্রামের পরিচিতি তাঁতের গামছায়, জানে কেমন সেই গামছা? দেখে নিন
পুরুলিয়ার এমবি এ চাওয়ালা কাউন্টারের মালিক জানিয়েছেন, শহরের মানুষেরা ভীষণই খুশি হয়েছে এই নতুন ধরনের চায়ের আউটলেট হওয়ায়। এখানে রকমারি চায়ের পাশাপাশি বিভিন্ন ধরনের স্ন্যাকসও মিলবে। এখনও পর্যন্ত মানুষের যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছে, আগামী দিনে আরও অনেক মানুষ এখানে আসবেন বলে তাঁর আশা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নেই মজিদ মাস্টার, ১২ বছর পর পঞ্চায়েত নির্বাচনের আগে শাসনে উড়ল লাল পতাকা
এমবিএ চায়ের আউটলেটে আসা এক ক্রেতা জানান, এর আগেও অনেক জায়গায় এই এমবিএ চাওয়ালার নাম শোনা গিয়েছে। অনেকটা আশা নিয়ে তিনি এসেছিলেন। জায়গাটি পছন্দ হয়েছে তাঁর। চায়ের প্রতি চা প্রেমীদের ভালবাসা অসীম। শুধু দুধ চাই নয় চায়ের তালিকায় জায়গা করে নিয়েছে প্রায় ১০ ধরনের রকমারি চা। আর এই রকম নিত্য নতুন চায়ের স্বাদ নিতেই শহরের এমবিএ চাওয়ালা আউটলেটের মন মজেছে পুরুলিয়াবাসীর।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2023 2:11 PM IST