Purulia News: শীতের শুরুতেই সুরুলিয়া মিনি জু-তে পর্যটকদের ভিড়

Last Updated:

পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র গুলির মধ্যে পুরুলিয়া জেলার অন্যতম ভূমিকা রয়েছে। তার মধ্যে পুরুলিয়া জেলার 'সুরুলিয়া মিনি জু' হল অন্যতম। শহরের পার্শ্ববর্তী এই মিনি জু-তে প্রায়সই মানুষের আনাগোনা লেগে থাকে।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার পর্যটনের আকর্ষণ সুরুলিয়া মিনি জু

#পুরুলিয়া : পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র গুলির মধ্যে পুরুলিয়া জেলার অন্যতম ভূমিকা রয়েছে। তার মধ্যে পুরুলিয়া জেলার 'সুরুলিয়া মিনি জু' হল অন্যতম। শহরের পার্শ্ববর্তী এই মিনি জু-তে প্রায়সই মানুষের আনাগোনা লেগে থাকে। শীতের মরশুমে পর্যটকদের ভিড় আরও বাড়ে। পুরুলিয়া শহরের উপকণ্ঠে এই এলাকায় ১৯৯৮ সালে ডিয়ার পার্ক তৈরি হয়। পরবর্তীতে জু অথরিটি অফ ইন্ডিয়া ২০০৫ সালে ‘মিনি জু’ স্বীকৃতি দেয় এই ডিয়ার পার্কেকে। এই জু-তে বর্তমানে রয়েছে ভাল্লুক, পাইথন, বাঁদর, সজারু, ময়ূর, হরিণ, পর্কপাইন সহ বহু পশু পাখি।
শীতের মরশুমে সুরুলিয়া মিনি জু-র আবাসিকদের বিশেষভাবে যত্ন নেওয়ার জন্য নানান উদ্যোগ নিচ্ছেন কংসাবতী নর্থ ডিভিশনের আইএফএস উমা রানি। পর্যটকদের জন্য তৈরি করা হচ্ছে ফুলের বাগান। পাশাপাশি সুরুলিয়া মিনি জু-তে লেপার্ড ও হায়না আনার জন্য সরকারিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি। দীর্ঘ প্রায় দু'বছর করোনা আবহে ঘরবন্দী হয়ে ছিল সকলে। আবারো ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে মানুষের দৈনন্দিন জীবন।
advertisement
আরও পড়ুনঃ আজও পুরুলিয়ার লোকসংস্কৃতির ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে নাচনীরা
তাই গায়ে হালকা শীতের আমেজ উপভোগ করতে করতে পরিবারকে সঙ্গে নিয়ে এই জু-তে বেড়াতে আসা পর্যটকেরা বন্যপ্রাণীদের ভীষণই আনন্দিত। ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে পুরুলিয়া মিনি জু-তে বাড়ছে পর্যটকদের ভিড়। শীত পড়তে না পড়তেই সুরুলিয়া মিনি জু-তে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষেরা। আগামী দিনে পুরুলিয়ার পর্যটন শিল্পে সুরুলিয়া মিনি জু বিশেষ ভূমিকা নেবে বলে আশা করা যাচ্ছে।
advertisement
advertisement
Sarmistha Banerjee Bairagi
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: শীতের শুরুতেই সুরুলিয়া মিনি জু-তে পর্যটকদের ভিড়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement