Manasa Puja 2023 : সেজে উঠছেন মা মনসা! জাগ্রত মায়ের পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে!

Last Updated:

Manasa Puja 2023: মনসা পুজোয় মাতবে বাংলা! চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি! দেখুন

+
title=

পুরুলিয়া : বাঙালির কাছে অন্যান্য পুজোর মতোই মনসা পুজো অন্যতম একটি পুজো। তাই মনসা পুজো উপলক্ষে মেতে ওঠে আপামর বঙ্গবাসী। রাজ্যের অন্যান্য জেলার মতোই পুরুলিয়াতেও মহা ধুমধাম করে পালিত হয় মনসা পুজো। ‌ পুরুলিয়ার ঝালদা মহাকুমাতেও সাড়ম্বরে পালিত হয় মনসা পুজো। শ্রাবণ মাসের শেষ দিনে শুরু হয় মনসা পুজো। তাই পুজো শুরুর আগে একেবারেই শেষ মুহূর্তে রং তুলির জাদুতে প্রতিমা সাজাতে ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রাচীনকাল থেকে এই পুজো পুরুলিয়ার জেলায় শুরু হলেও যতদিন এগোচ্ছে ততই পুজোর বহর বাড়ছে ঝালদায়।
একটা সময় এই পুজো বাড়ির উঠানে তুলসি মঞ্চের নিচে হতে দেখা যেত , কিন্তু বর্তমানে মন্দিরে মনসা প্রতিমা রেখে তিন থেকে চার দিন ধরে চলে এই পুজো। ‌ এই তিন দিন মনসা মন্দির গুলিতে মাতৃ বন্দনায় মেতে ওঠে ভক্তরা। এ বিষয়ে এক মৃৎশিল্পী বলেন , পুরুলিয়া জেলাতে মনসা পুজো বিরাট ধুমধাম করে হয়। ‌ প্রতিবছরই মনসা প্রতিমার তৈরি করে থাকি আমরা। একেবারেই শেষ মুহূর্তের কাজ হচ্ছে। এই প্রতিমা বিক্রি করে কিছুটা হলেও লাভের আশা রয়েছে।
advertisement
আরও পড়ুন: 
advertisement
মনসা পুজো উপলক্ষে পুরুলিয়া জেলাতে একেবারেই সাজো ও সাজো রব। ‌ বাড়ি ও এলাকার বিভিন্ন মন্দির গুলি সেজে উঠেছে। মৃৎশিল্পীরাও প্রতিমা বিক্রির জন্য পসার জমিয়েছেন। কিছুটা লাভের আশায় রয়েছেন তারা।
শমিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Manasa Puja 2023 : সেজে উঠছেন মা মনসা! জাগ্রত মায়ের পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement