Purulia News: এই উৎসব যেন দুর্গাপুজোকেও হার মানাবে!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
দুর্গাপুজোকেও হার মানাবে পুরুলিয়ার মনসা পুজোর উন্মাদনা
পুরুলিয়া: গোটা জেলার মানুষ মেতে উঠেছে মনসা পুজোয়। পুরুলিয়ার মনসা পুজোর জাঁকজমক দুর্গা পুজোকেও হার মানাবে। মনসা পুজোকে ঘিরে তিন দিন ধরে উৎসব চলে পুরুলিয়ায়। আর তাতেই আবেগে, উন্মাদনায় মজে গিয়েছেন জেলার প্রায় সকলে।
মনসা পুজোর তৃতীয় দিনকে পুরুলিয়ায় পান্না উৎসব বলা হয়। এই দিন এক প্রকার অঘোষিত বনধের চেহারা নেয় গোটা জেলা। সমস্ত দোকানপাট বন্ধ থাকে। যানবাহন চলাচল একেবারেই স্তব্ধ হয়ে যায়। কারণ সকলে এই পান্না উৎসবে অংশ নেন। শনিবার ঝালদাতে দেখা গেল সেই অঘোষিত বন্ধের ছবি। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, পুরুলিয়া জেলার প্রতিটি বাড়িতে মনসা পুজো হয়ে থাকে। মনসা পুজোর পান্নার উৎসবের কারণে সমস্ত জায়গাতে বনধের চেহারা দেখতে পাওয়া যায়। মনসা পূজোর মানত পূরণ করতে কেউ হাঁস আবার কেউ ছাগল অথবা ভেড়া অর্পণ করেন। সেই অর্পণ করা প্রসাদ রান্না করে খাওয়া দাওয়া করে পরিবার ও বন্ধু বান্ধদের সঙ্গে। তাই এইদিন সকলে বাড়িতেই থাকে। রাস্তাঘাটে যানবাহনও খুব বেশি চলাচল করতে দেখা যায় না।
advertisement
advertisement
মনসা পূজো উপলক্ষে মেতে উঠেছে আপামর পুরুলিয়াবাসি। তিন দিনব্যাপী এই উৎসবকে ঘিরে গোটা জেলার মানুষদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। জেলার প্রায় প্রতিটি বাড়িতেই এই পুজো হয়। মনসা পুজোর জাঁকজমক এমনই থাকে যেন দুর্গাপূজোকেও হার মানায়। রীতিনীতি মেনে বহু যুগ ধরে এই উন্মাদনার সঙ্গে পালিত হয়ে আসছে পুজো।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2023 9:10 PM IST