Lottery News|| হু হু করে বাড়ছে লটারি ও অনলাইনে গেমে আসক্তের সংখ্যা, ভয়াবহ পরিণতি রঘুনাথপুরে!

Last Updated:

Lottery and online games addiction increasing rapidly: অনলাইন গেম ও লটারি নেশায় আসক্ত হয়ে লক্ষাধিক টাকা ধার দেনা হয়ে গিয়েছিল অমর মোদকের। ধার শোধ করতে না পেরে সন্তানকে মেরে, স্ত্রীকে খুনের চেষ্টা করে আত্মঘাতী হন তিনি।

+
প্রতীকী

প্রতীকী ছবি।

#পুরুলিয়া: বর্তমানে দেখা যাচ্ছে কিছু সংখ্যক মানুষের জুয়া, লটারির, অনলাইনে গেমের প্রতি ঝোঁক বাড়ছে। এই গেমের উপর আসক্ত হয়ে দিন, দিন বেড়েই চলেছে অপরাধের সংখ্যা। লটারি বা অনলাইনে গেমের জন্য বহু ক্ষেত্রে নিঃস্ব হয়ে যেতে দেখা গিয়েছে অনেক মানুষকে। এই গেম গুলির প্রতি আসক্ত হয়ে অনেককেই দেখা গিয়েছে হিতাহিত জ্ঞান ভুলে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে। ‌
এ ছাড়াও এই ধরনের গেম খেলার ফলে বাড়তে দেখা গিয়েছে সাংসারিক কলহ, অসামাজিক কর্মকাণ্ড, চুরি, ছিনতাই, খুন নানান অপরাধমূলক কাজ।‌ কিছু মানুষ এই লটারিতে জেতার নেশাতে নিঃস্ব পর্যন্ত হয়ে যাচ্ছেন। লটারি বিক্রি বন্ধ করার জন্য আন্দোলনে নামতে দেখা গিয়েছে অনেককে। কিন্তু তারপরেও বন্ধ হয়নি লটারি ও অনলাইনে গেম খেলা।
আরও পড়ুনঃ আবদুলের দোকানে উপচে পড়া ভিড়, মুহূর্তে শেষ বিরিয়ানির হাঁড়ি, কারণ জানলে মাথায় হাত
লটারি ও অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে এক ভয়াবহ পরিণতির শিকার হল রঘুনাথপুরের বাসিন্দা অমর মোদক ও তার পরিবার। পেশায় রেল কর্মী ছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার আদ্রা থানার ঘোড়া পার্ক সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে প্রায় লক্ষাধিক টাকা ধার হয়ে গিয়েছিল ওই ব্যক্তির। ধার শোধ করতে না পেরে রবিবার সন্তানকে মেরে স্ত্রীকে খুনের চেষ্টা করে নিজেই আত্মঘাতী হন তিনি। বরাত জোড়ে প্রাণে বেঁচে যান তার স্ত্রী জবা মোদক। বর্তমানে তিনি আদ্রা রেল হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
অমর মোদকের সহকর্মী জানান, কখনওই কোনও খারাপ কিছু তারা জানতে পারেননি অমর মোদকের বিষয়। এলাকায় খুব ভাল ছেলে হিসাবেই পরিচিত ছিলেন। এ দিকে, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আদ্রা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Lottery News|| হু হু করে বাড়ছে লটারি ও অনলাইনে গেমে আসক্তের সংখ্যা, ভয়াবহ পরিণতি রঘুনাথপুরে!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement