Kurmi community: আদালতের নির্দেশে শেষমেশ অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হলেন কুড়মিরা, রইল ভিডিও

Last Updated:

Kurmi community: এ বিষয়ে আদিবাসী কুড়মি সমাজের অভিযোগ, তাঁরা এই অবরোধ কর্মসূচি নেওয়ায় পুলিশ তাঁদের উপর ধারাবাহিকভাবে অত্যাচার চালাচ্ছে। হাইকোর্টের নির্দেশের পর তাঁরা এই কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন।

+
অবরোধ

অবরোধ প্রত্যাহার করল কুড়মিরা

পুরুলিয়া: ২০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। এসটি তালিকাভুক্ত করার দাবিতে এই ঘোষণা করেছিলেন তাঁরা। তাঁদের এই দাবি অসাংবিধানিক ও বেআইনি বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘোষণার পর অনেকটাই স্বস্তি পেল জঙ্গলমহলের মানুষেরা।
প্রসঙ্গত, আদিবাসী জনজাতির মানুষদের এসটি তালিকাভুক্ত করতে হবে এমনই দাবি তুলে ২০ সেপ্টেম্বর থেকে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা-চান্ডিল শাখায় পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে অনির্দিষ্টকালীন রেল অবরোধ এবং এই দুই জায়গায় যথাক্রমে রাজ্য ও জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধের কর্মসূচি নিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। এর বিরোধিতা করে পৃথকভাবে দুটি জনস্বার্থে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। এই রায়ের ফলে নিজেদের অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হন কুড়মিরা।
advertisement
advertisement
‌এ বিষয়ে আদিবাসী কুড়মি সমাজের অভিযোগ, তাঁরা এই অবরোধ কর্মসূচি নেওয়ায় পুলিশ তাঁদের উপর ধারাবাহিকভাবে অত্যাচার চালাচ্ছে। হাইকোর্টের নির্দেশের পর তাঁরা এই কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন। আগামী ৩০ সেপ্টেম্বর তাঁরা নতুন করে প্রস্তুতি নেবেন।
advertisement
এই অবরোধ যাতে কোনও ভাবেই না হয়, তার জন্য সোমবার সন্ধ্যা থেকেই কুস্তাউর স্টেশনে পুরুলিয়া জেলা পুলিশ তাদের বাহিনী মোতায়ন করে। মঙ্গলবার সকাল থেকে রেল স্টেশনের পাশে কাঁটাতার ও বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়। এই অবরোধ রুখতে সমস্ত দিক থেকেই প্রস্তুতি নিতে দেখা যায় পুরুলিয়া জেলা পুলিশকে। এর আগেও এই সামাজিক সংগঠন বহুবার অবরোধের কর্মসূচি নিয়েছে। তার জেরে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছিল জঙ্গলমহলের মানুষদের। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে অবরোধ প্রত্যাহারের ঘোষণা করে হাইকোর্ট। এতে অনেকটাই স্বস্তিতে রয়েছে জঙ্গলমহলের বাসিন্দারা।
advertisement
শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Kurmi community: আদালতের নির্দেশে শেষমেশ অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হলেন কুড়মিরা, রইল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement