Vijay Antony's Daughter Death : গর্ভে ধারণ করেছি, একটু কথা যদি বলতে...! মেয়ের শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন বিজয়-পত্নী

Last Updated:
Vijay Antony's Daughter Death : গতকাল, ১৯ সেপ্টেম্বর মীরা অ্যান্টনির রহস্যমৃত্যুর পর সারা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন বিজয়-কন্যা।
1/9
১৬ বছরের মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক বিজয় অ্যান্টনি। কন্যাহারা দক্ষিণী সুপারস্টার এবং তাঁর স্ত্রী ফতিমা অ্যান্টনি মেয়ের সৎকার করলেন।
১৬ বছরের মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক বিজয় অ্যান্টনি। কন্যাহারা দক্ষিণী সুপারস্টার এবং তাঁর স্ত্রী ফতিমা অ্যান্টনি মেয়ের সৎকার করলেন।
advertisement
2/9
গতকাল, ১৯ সেপ্টেম্বর মীরা অ্যান্টনির রহস্যমৃত্যুর পর সারা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন বিজয়-কন্যা।
গতকাল, ১৯ সেপ্টেম্বর মীরা অ্যান্টনির রহস্যমৃত্যুর পর সারা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন বিজয়-কন্যা।
advertisement
3/9
বুধবার সকালে চেন্নাইয়ের নুংগামবাক্কামের এক চার্চে বিজয়-কন্যার মৃতদেহ নিয়ে আসা হয়। স্থানীয় এক সংবাদমাধ্যমের সূত্রে জানা গেল, কান্নায় ভেঙে পড়েছিলেন ফতিমা।
বুধবার সকালে চেন্নাইয়ের নুংগামবাক্কামের এক চার্চে বিজয়-কন্যার মৃতদেহ নিয়ে আসা হয়। স্থানীয় এক সংবাদমাধ্যমের সূত্রে জানা গেল, কান্নায় ভেঙে পড়েছিলেন ফতিমা।
advertisement
4/9
কাঁদতে কাঁদতে ফতিমা তাঁর প্রয়াত কন্যার উদ্দেশ্যে বলেছেন, ‘‘গর্ভে ধারণ করেছি তোমায়, একটা শব্দও তো উচ্চারণ করতে পারতে!’’
কাঁদতে কাঁদতে ফতিমা তাঁর প্রয়াত কন্যার উদ্দেশ্যে বলেছেন, ‘‘গর্ভে ধারণ করেছি তোমায়, একটা শব্দও তো উচ্চারণ করতে পারতে!’’
advertisement
5/9
কয়েক মাস আগের কথা। গত মার্চের স্কুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছিলেন মীরা। মেয়ের সেই সাফল্যের কথা পোস্ট করে জানিয়েছিলেন মা ফতিমা অ্যান্টনি।
কয়েক মাস আগের কথা। গত মার্চের স্কুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছিলেন মীরা। মেয়ের সেই সাফল্যের কথা পোস্ট করে জানিয়েছিলেন মা ফতিমা অ্যান্টনি।
advertisement
6/9
মীরা রেখে গেলেন তাঁর বাবা, মা ও বোনকে। বিজয় একাধারে অভিনেতা, প্রযোজক এবং সুরকার। তাঁর স্ত্রী ফতিমা অ্যান্টনিও প্রযোজক।
মীরা রেখে গেলেন তাঁর বাবা, মা ও বোনকে। বিজয় একাধারে অভিনেতা, প্রযোজক এবং সুরকার। তাঁর স্ত্রী ফতিমা অ্যান্টনিও প্রযোজক।
advertisement
7/9
তার কিছুদিনের মাথায় সেই মেয়ের ঝুলন্ত নিথর দেহ মিলল বাড়িতে। সূত্রের খবর, মীরা অনেকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল তাঁর।
তার কিছুদিনের মাথায় সেই মেয়ের ঝুলন্ত নিথর দেহ মিলল বাড়িতে। সূত্রের খবর, মীরা অনেকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল তাঁর।
advertisement
8/9
বিজয়-কন্যার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা তামিল ইন্ডাস্ট্রি। তারকারা সোশ্যাল মিডিয়ায় বিজয়কে শোকবার্তা জানিয়েছেন। থালাপতি বিজয় অভিনীত ছবির পোস্টার রিলিজের তারিখ পিছিয়ে দিয়েছেন লোকেশ। তামিল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া।
বিজয়-কন্যার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা তামিল ইন্ডাস্ট্রি। তারকারা সোশ্যাল মিডিয়ায় বিজয়কে শোকবার্তা জানিয়েছেন। থালাপতি বিজয় অভিনীত ছবির পোস্টার রিলিজের তারিখ পিছিয়ে দিয়েছেন লোকেশ। তামিল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া।
advertisement
9/9
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
advertisement
advertisement
advertisement