Purulia News: রাতে বুথে পৌঁছে সকালের কাজ এগিয়ে রাখলেন প্রিসাইডিং অফিসাররা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেনে নিন পুরুলিয়া জেলার ভোট চিত্রটা ঠিক কেমন
পুরুলিয়া: আর ৬-৭ ঘণ্টার অপেক্ষা। শনিবার সকাল সাতটা থেকে শুরু হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ প্রায় শেষ। বেশিরভাগ জায়গাতেই ভোট কর্মীরা শুক্রবার সন্ধ্যের মধ্যে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যান। আপনারা যখন এই প্রতিবেদন পড়বেন ততক্ষণে হয়তো পরের দিন সকালের জন্য সব কাজকর্ম গুছিয়ে তাঁরা একটু বিশ্রাম নিতে চলে গিয়েছেন। কিন্তু তারই মধ্যে জেনে নিন কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়।
কলকাতা ছাড়া অন্যান্য জেলার মতো প্রান্তিক পুরুলিয়াতেও শুক্রবার সকাল থেকেই ভোট কর্মীদের তৎপরতা ছিল তুঙ্গে। ডিসিআরসি-তে গিয়ে নির্বাচনের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে বুথের দিকে রওনা হওয়া নিয়ে তাঁদের তৎপরতা নজরে পড়ে। পুরুলিয়া-১ নম্বর ব্লকের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠে করা হয় ডিসিআরসি। ভোট কর্মীরা এখান থেকে ব্যালট পেপার, ব্যালট বক্স, আঙুলে লাগানো কালি, ভোটার লিস্ট সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নির্বাচন কমিশনের কাউন্টার থেকে একে একে সংগ্রহ করেন। তারপর প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে পোলিং এজেন্টদের এক একটা টিম গাড়িতে করে সংশ্লিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এখানে ভোট কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল তাঁরা শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আশাবাদী। রাজ্যের অন্যান্য জেলায় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বিভিন্ন হিংসাত্মক ঘটনা ঘটলেও পুরুলিয়ায় তেমন কিছু হবে না বলেই ভোট কর্মীদের আশা। তাছাড়া কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকায় তাঁরা আরও একটু ভরসা পাচ্ছেন।
advertisement
advertisement
পুরুলিয়া জেলায় মোট ব্লকের সংখ্যা ২০। সেই ২০ টি ব্লকে একটি করে ২০ টি ডিসিআরসি তৈরি হয়েছে। জেলার ভোটগ্রহণ পর্ব পরিচালনার জন্য মোট ১৫ হাজার ভোট কর্মী নিয়োগ করা হয়েছে। পুরুলিয়ায় মোট ২,৪০৫ টি বুথে ভোট গ্রহণ হবে।
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2023 10:48 PM IST