Purulia News: দীর্ঘদিনের দাবি পূরণ, আদ্রা স্টেশনে যাত্রীদের জন্য চালু হল লিফট ও ফুট ওভারব্রিজ
- Published by:kaustav bhowmick
Last Updated:
লিফট ও ফুট ওভার ব্রিজ চালু হাওয়ায় খুশি আদ্রার নিত্যযাত্রীরা। এই লিফট ও ফুট ওভার ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে এসে পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত বলেন, স্বাধীনতার ৭৫ বছর পর এখানকার মানুষের দাবি পূরণ হল।
পুরুলিয়া: দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন আদ্রা। বহু দূরপাল্লার ট্রেন এই স্টেশনের উপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। যাত্রীদের বহু দিনের দাবি ছিল, এই ব্যস্ততম স্টেশনে একটি লিফট ও ফুট ওভার ব্রিজ তৈরি করা হোক। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। আদ্রা স্টেশনে নতুন ফুট ওভার ব্রিজ ও লিফটের সূচনা হল।
তাঁদের দাবি মেনে অবশেষে লিফট ও ফুট ওভার ব্রিজ চালু হাওয়ায় খুশি আদ্রার নিত্যযাত্রীরা। এই লিফট ও ফুট ওভার ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে এসে পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত বলেন, স্বাধীনতার ৭৫ বছর পর এখানকার মানুষের দাবি পূরণ হল। এর জন্য তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান। সাংসদ জানান, অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে আদ্রা স্টেশনের আরও অনেক উন্নতি হবে।
advertisement
আরও পড়ুন: বিশ্ব যক্ষা দিবসে ১১ রোগীকে দত্তক দেওয়া হল
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, আনুমানিক ৫ কোটি টাকা ব্যয়ে আদ্রা স্টেশনে এই ফুট ওভারব্রিজ ও লিফট তৈরি করা হয়েছে। এর ফলে নিত্যযাত্রীদের অনেক বেশি সুবিধা হবে বলে জানানো হয়েছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 10:41 PM IST