Purulia News : চিকিৎসা ক্ষেত্রে পুরুলিয়ার মুকুটে নতুন পালক, সফলভাবে হল হাঁটু প্রতিস্থাপন

Last Updated:

চিকিৎসা ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া। প্রথম অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে হাঁটু প্রতিস্থাপন হল জেলায়। সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এই অস্ত্রোপচার সম্ভব হচ্ছে পুরুলিয়াতেই।

+
সফল

সফল নি-রিপ্লেসমেন্ট পুরুলিয়া

পুরুলিয়া: চিকিৎসা ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া। প্রথম অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে হাঁটু প্রতিস্থাপন হল জেলায়। সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এই অস্ত্রোপচার সম্ভব হচ্ছে পুরুলিয়াতেই। জেলার রোটারি ক্লাব মাল্টি স্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকেরা সফলভাবে অস্ত্র প্রচারের মাধ্যমে হাঁটু প্রতিস্থাপন করে। সূত্র মারফত জানা গিয়েছে, পুরুলিয়ার আরশা থানার সিরিডি গ্রামের বাসিন্দা বছর ৬৩ তারাপদ মাহাত এবং পুরুলিয়া শহরের মুন্সেফডাঙ্গা এলাকার বাসিন্দা বছর ৫৯ এর বিশ্বরূপ দরিপা হাঁটুর সমস্যার নিয়ে রোটারি ক্লাবের দারস্থ হন। ‌
সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাদের জানান তাদের হাঁটু প্রতিস্থাপন করতে হবে। ব্যয়বহুল এই অস্ত্রোপচারের কথা জানতে পেরে দুজনেই অনেকটা পিছিয়ে আসেন। এরপর স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসা হয়। এ বিষয়ে তারাপদ মাহাত জানান, দীর্ঘদিন থেকেই হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তিনি। অবশেষে সফলভাবে অস্ত্রোপচার হওয়ায় ও ব্যথা থেকে মুক্তি পাওয়ায় খুশি তারাপদ মাহাত। ‌এ বিষয়ে চিকিৎসক শুভাশিস বন্দ্যোপাধ্যায় জানান,'এই প্রথম পুরুলিয়ার হাঁটু প্রতিস্থাপন হল। দুজন রোগীর অপারেশন হয়েছে তারা দুজনেই সুস্থ রয়েছে। বয়সকালে হাঁটুর সমস্যার জন্য রোগীরা ঠিকমতো চলাফেরা করতে পারেন না। যথাসময়ে চিকিৎসা না করা হলে অবশেষে হাটু প্রতিস্থাপন করতে হয়।'
advertisement
advertisement
অপরদিকে পুরুলিয়া রোটারি ক্লাব মাল্টি স্পেশালিটি হাসপাতালের চেয়ারম্যান অজিত কুমার সারগি জানান,' স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে প্রথম পুরুলিয়া জেলায় হাঁটু প্রতিস্থাপন করা হল। গরিব ও অসহায় মানুষদের এর চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পৌঁছে দিতে পেরে তারাও খুশি।' পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা পুরুলিয়াতেও সফলভাবে অস্ত্রোপচার হচ্ছে বিভিন্ন জটিল রোগের। আগামী দিনে পুরুলিয়া চিকিৎসা ক্ষেত্রে আরও অনেকটাই এগিয়ে আসবে এমনটা আশা করা যাচ্ছে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : চিকিৎসা ক্ষেত্রে পুরুলিয়ার মুকুটে নতুন পালক, সফলভাবে হল হাঁটু প্রতিস্থাপন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement