Durga Puja 2023: দুর্গাপুজোয় পুরুলিয়ায় চাহিদার তুঙ্গে কোন ডিজাইনের পাঞ্জাবি?
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
পুরুলিয়ায় এ'বছর ট্রেন্ডিং যে-সব পাঞ্জাবি
পুরুলিয়া: পুজো মানেই নতুন জামা! শেষ মুহূর্তের কেনাকাটা সারতে দোকান-বাজার-মল-এ উপচে পড়া ভিড়। দুর্গাপুজোয় আর যে-পোশাক হোক না হোক, একটা পাঞ্জাবি মাস্ট! অষ্টমীর অঞ্জলী পাঞ্জাবি ছাড়া হয় নাকী!
এ’বছর দুর্গাপুজোয় পুরুলিয়াতে চাহিদার তুঙ্গে বেশ কিছু নয়া ডিজাইনের পাঞ্জাবি। সুতোর এমব্রয়ডারি, ফেব্রিকের কাজের পাঞ্জাবির কালেকশন সুপারহিট। দামও সাধ্যের মধ্যে।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে ঘিরে আপামর বঙ্গবাসীর আবেগ উৎসাহ থাকে তুঙ্গে। দুর্গাপুজোর আনন্দ আরও অনেক গুণ বেড়ে যায় , নিত্যনতুন জামা কাপড়ের সঙ্গে। বাঙালির এই উৎসব ফিকে পড়ে যায় পাঞ্জাবি ছাড়া। তাই নিত্য নতুন কালেকশনের পাঞ্জাবি কেনার উৎসাহ বেড়েছে পুরুলিয়ায়।
advertisement
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 13, 2023 3:18 PM IST









