Graduation Course: স্নাতক হতে গেলে পড়তে হবে আরও এক বছর বেশি! জাতীয় শিক্ষানীতি মেনে বদলে গেল কলেজের নিয়ম

Last Updated:

জাতীয় শিক্ষানীতি আংশিকভাবে মেনে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তার প্রভাবে বদলে গেল স্নাতক স্তরের পঠন পাঠনের নিয়ম। এবার চার বছর পড়লে তবে হওয়া যাবে গ্র্যাজুয়েট

+
title=

পুরুলিয়া: জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গ সরকার আংশিকভাবে মেনে নেওয়ায় স্নাতক স্তরের পঠন পাঠন প্রক্রিয়া আমূল বদলে গেল। এবার আর তিন বছরের পাঠক্রম নয় স্নাতকে, উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে টানা চার বছর পড়লে তবেই হওয়া যাবে স্নাতক বা গ্র্যাজুয়েট। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে এই নয়া নিয়ম।
এই বছর যারা কলেজের প্রথম বর্ষে ভর্তি হচ্ছে তাদের থেকেই এই নতুন নিয়ম চালু হচ্ছে। উচ্চশিক্ষা দফতর রাজ্যের প্রতিটি কলেজকে চিঠি লিখে এই বিষয়টি জানিয়ে দিয়েছে। সেই নির্দেশিকা মেনেই পুরুলিয়া সহ রাজ্যের প্রতিটি জেলার কলেজগুলিতে স্নাতকের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
advertisement
advertisement
স্নাতক স্তরের পঠন পাঠনের নতুন নিয়ম প্রসঙ্গে ‌সিধো-কানহু-বীরসা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুবল চন্দ্র দে বলেন, নয়া নিয়মের ফলে শিক্ষার মান আরও অনেকটাই উন্নত হবে। ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধি বাড়বে। অনেক ক্ষেত্রে দেখা যেত কলেজে ভর্তি হওয়ার পর ছাত্র-ছাত্রীরা ড্রপ আউট হয়ে যেত। কিন্তু এই নয়া নিয়ম চালু হওয়ার ফলে ছাত্র-ছাত্রীরা ড্রপ আউট হয়ে গেলেও পড়াশোন সময়সীমা অনুযায়ী একটি নির্দিষ্ট সার্টিফিকেট পাবে। ফলে তাদের কর্মসংস্থানে সুবিধে হবে। এছাড়াও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার সুযোগও করে দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের। যাতে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা অন্যান্য দিকেও পারদর্শী হতে পারে।
advertisement
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীদের জন্য মোট ৩২ টা স্কিল এনহান্সমেন্ট কোর্সের সুবিধে থাকছে। পুরুলিয়া জেলার মোট ২২ টি কলেজে এই নিয়মেই চলতি বছর থেকে স্নাতকের পাঠক্রম শুরু হয়ে যাচ্ছে। গত ১ জুলাই কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে ১৫ জুলাই পর্যন্ত। অগস্ট মাসের প্রথম থেকেই পঠন পাঠন শুরু হয়ে যাবে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Graduation Course: স্নাতক হতে গেলে পড়তে হবে আরও এক বছর বেশি! জাতীয় শিক্ষানীতি মেনে বদলে গেল কলেজের নিয়ম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement