Purulia News : পুরুলিয়ার ডিজে-তে কাঁপছে বাংলা, সেখানকার ব্যবসায়ীরাই বললেন 'আর না'!
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
বাংলা কাঁপাচ্ছে ডিজে। তার শব্দ যেমন অনেকের অতি প্রিয়, আবার অনেকেই এর ভয়ঙ্কর শব্দে অসুস্থ হয়ে পড়েন। মূলত পুরুলিয়ার ডিজে-র রমরমা। তবে সেই জেলারই সাউন্ড ব্যবসায়ীরা বলছেন 'আর ডিজে নয়'!
#পুরুলিয়া: রাজ্যজুড়ে বিখ্যাত পুরুলিয়ার ডিজে সাউন্ড। নাচ, গান, আনন্দ অনুষ্ঠানে ডিজে গানের ব্যাপক চাহিদা থাকে। মনোরঞ্জনের জন্য যে ডিজে গানের এত চাহিদা, সেই ডিজে বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের প্রতিনিয়ত নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। অভিযোগ, বহু ক্ষেত্রে ডিজে বক্স বাজানোকে ঘিরে ঝামেলায় জড়িয়ে পড়তে হচ্ছে ডিজে চালকদের। এমনকি পুলিশের বিরুদ্ধেও হেনস্থা করার অভিযোগ তুলেছেন তাঁরা। এরই প্রতিবাদে শুক্রবার পুরুলিয়া সাউন্ড ওনার অ্যাসোসিয়েশন জেলা কমিটির ডাকে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে পুরুলিয়ার ডিএম এবং এসপি অফিসে ডেপুটেশনও দেন তাঁরা।
এই কর্মসূচির বিষয়ে আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত বলেন, "ব্যাঙ্ক লোন নিয়ে এই সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন পুরুলিয়ার মানুষ। ডিজে চালানোর ক্ষেত্রে বর্তমানে বেশ কিছু বিধি-নিষেধ জারির ফলে ব্যবসায়ীরা হামেশাই হেনস্থার শিকার হচ্ছে। ডিজে সিস্টেম বাজেয়াপ্তের নামে যখন তখন তাঁদের দামি বাদ্যযন্ত্রগুলো প্রশাসনের পক্ষ থেকে নষ্ট করে দেওয়া হচ্ছে। যার ফলে চরম আর্থিক সঙ্কটের মধ্যে পড়তে হচ্ছে পুরুলিয়ার ডিজে ব্যবসায়ীদের।"
advertisement
advertisement
পুরুলিয়ার সাউন্ড ওনার অ্যাসোসিয়েশনের দাবি, সুষ্ঠুভাবে তাঁদের ব্যবস্যা করতে দেওয়া হোক। প্রয়োজনে তাঁরা ডিজে সিস্টেম বন্ধ করে দিতেও রাজি আছেন। জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে দেওয়া ডেপুটেশনে এই কথাই তুলে ধরা হয়।
advertisement
ঘটনা হল, বর্তমানে একশ্রেণির মানুষের মনোরঞ্জনের ক্ষেত্রে ডিজের চাহিদা যথেষ্ট। বিয়ে বাড়ির অনুষ্ঠান হোক অথবা পুজোর বিসর্জন, ডিজে আজকাল আবশ্যিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডিজের তালে নাচতে বহু মানুষ যেমন পছন্দ করেন, তেমনভাবেই অনেকেই এই ডিজের শব্দে অসুস্থ হয়ে পড়েন। ফলে ডিজে ঘিরে বিতর্ক আছে। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ব্যবসা করার স্বার্থে পুরুলিয়ার সাউন্ড ব্যবসায়ীরা ডিজে বন্ধ করে দেওয়ার কথা বলায় এক বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকে।
advertisement
শর্মিষ্ঠ ব্যানার্জি
view commentsLocation :
First Published :
January 06, 2023 6:19 PM IST