Alipurduar News: দুর্ঘটনাগ্রস্থ গাড়িকে সাহায্য করতে গিয়ে এ কী পেল পুলিশ! জানলে আপনিও চমকে উঠবেন

Last Updated:

দুর্ঘটনায় পড়া গাড়িকে সাহায্য করতে গিয়ে এ কী পেলেন পুলিশ কর্মীরা! এমনটা কেউ স্বপ্নেও ভাবেনি, কিন্তু সেটাই সত্যি হল আলিপুরদুয়ারে

গাঁজার প্যাকেট
গাঁজার প্যাকেট
#আলিপুরদুয়ার: রাস্তার পাশে উল্টে পড়ে থাকা গাড়ি দেখে উদ্বিগ্ন মুখে এগিয়ে গিয়েছিল টহলদারি ভ্যানের পুলিশ। তাদের আশঙ্কা ছিল ভেতরে হয়ত গুরুতর জখম কেউ আটকে আছে। কিন্তু গাড়িতে উঁকি ঝুঁকি মেরে পুলিশকর্মীরা যা দেখতে পেলেন তা শুনলে আপনিও হতভম্ব হয়ে যাবেন! উল্টে পড়ে থাকা গাড়ির ভিতর কোন মানুষকে পাওয়া যায়নি। ড্রাইভার ও যাত্রী যারা ছিলেন তাঁরা গাড়ি ফেলে রেখেই পালিয়ে গিয়েছেন। বদলে পুলিশকর্মীরা ওই গাড়ির ভিতর থেকে পেলেন থরে থরে সাজানো গাঁজার প্যাকেট! রাজ্যের প্রত্যন্ত জেলা আলিপুরদুয়ারের ঘটনা।
বৃহস্পতিবার রাতে কালচিনি থানার অন্তর্গত নিমতি এলাকায় জাতীয় সড়কের পাশে একটি গাড়ি উল্টে পড়ে থাকতে দেখে টহলদারি পুলিশ ভ্যান। জাতীয় সড়কের ধারে গাড়িটিকে এমনভাবে পড়ে থাকতে দেখে তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। সেই সময়‌ গাড়ির ভেতর থেকে পাওয়া যায় ২৫ কেজি গাঁজা।
কালচিনি থানার অধীনে থাকা নিমতি ফাঁড়ির পুলিশকর্মীরা এই গাঁজা উদ্ধার করেছেন। পর গাঁজা সহ গাড়িটি কালচিনি থানায় নিয়ে আসা হয়। পুলিশ গাড়িটি আটক করেছে। গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
advertisement
advertisement
পুলিশের অনুমান, উদ্ধার হ‌ওয়া গাঁজা উত্তর -পূর্ব ভারতের মণিপুর থেকে আসছিল। বাংলা, বিহারে পাচারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত অন্য গাড়িকে টেক্কা দিতে গিয়ে এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। উপায় না পেয়ে চালক পালিয়ে যায় বলে পুলিশের ধারণা। কারণ গাড়ির আশেপাশে কাউকে দেখা যায়নি।
advertisement
এমনিতে নিমতি মোড় এলাকায় সারাদিনই পুলিশের কড়া চেকিং চলে। তবে এই ঘটনার পর কড়াকড়ি আর‌ও বাড়বে বলে পুলিশ সূত্রে খবর।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: দুর্ঘটনাগ্রস্থ গাড়িকে সাহায্য করতে গিয়ে এ কী পেল পুলিশ! জানলে আপনিও চমকে উঠবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement