Purulia News : বৃষ্টির দাপট কমল দক্ষিণে, কবে থেকে পড়ছে হাড় কাঁপানো ঠান্ডা?

Last Updated:

আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কুয়াশার দাপট থাকবে গোটা বঙ্গেই।

পুরুলিয়ার আবহাওয়া কেমন থাকবে
পুরুলিয়ার আবহাওয়া কেমন থাকবে
পুরুলিয়া: বৃষ্টির দাপট কমে গিয়ে বেড়েছে ঠান্ডার আমেজ। শীতের আমেজ ধীরে , ধীরে উপভোগ করতে পারছেন দক্ষিণবঙ্গবাসী। পুরুলিয়া জেলাতেও বেড়েছে ঠান্ডার দাপট। সকালের দিকে কড়া রোদ থাকছে। বেলা বাড়ার সঙ্গে, সঙ্গে বাড়ছে রোদের তেজ। ‌ সঙ্গে বইছে উত্তুরে হাওয়া। বিকেল গড়াতেই বাড়ছে ঠান্ডা৷ শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে।
কনকনে ঠান্ডা হাওয়ার কারণে সারাদিন হালকা শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে। তাপমাত্রারও পরিবর্তন হয়েছে বেশ কিছুটা। এ দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার  থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। বৃষ্টির দাপট কমে যাওয়ার কারণে খানিকটা নেমেছে পারদ।
advertisement
advertisement
আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে, এমনটা পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝড় বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার কারণে ঠান্ডার আমেজে গা ভাসাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলির মানুষ। ঠান্ডা উপভোগ করা যাচ্ছে দক্ষিণের বাঁকুড়া , পুরুলিয়া , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান , বীরভূম , নদিয়া জেলায়। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করতে পারবেন দক্ষিণবঙ্গের মানুষ।
advertisement
অন্য দিকে উত্তরের জেলাগুলির জন্য বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়িতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আর বাকি কোনও জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস মেলেনি। তবে পার্বত্য এলাকায় পাহাড়ের এবার বরফ জমার সম্ভাবনা রয়েছে।
আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কুয়াশার দাপট থাকবে গোটা বঙ্গেই। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে দেখা যাবে পার্বত্য এলাকাগুলিতে। তীব্র ঠান্ডা এই মুহূর্তে না পড়লেও হালকা ঠান্ডার মধ্যে দিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবে দক্ষিণবঙ্গ।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : বৃষ্টির দাপট কমল দক্ষিণে, কবে থেকে পড়ছে হাড় কাঁপানো ঠান্ডা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement