Purulia News: দোকানের চপ বিখ্যাত, তাই বিক্রেতার নামেই হল রাস্তা!

Last Updated:

জীবিত অবস্থাতেই নিজের নামে রাস্তার মোড়ের নামকরণ দেখলেন পুরুলিয়ার এই ব্যক্তি। জানেন কে তিনি?

+
দোকানের

দোকানের চপ বিখ্যাত, তাই বিক্রেতার নামেই হল রাস্তা!

পুরুলিয়া:  জীবিত ব্যক্তির নামে হয়েছে রাস্তার নামকরণ। লোকমুখে প্রচারিত হয়েছে তার নাম। অনেকেই শুধুমাত্র মানুষটিকে একটিবার দেখতে ছুটে যান তার দোকানে। নিজের নামে রাস্তার নামকরণ হওয়ায় গর্বে বুক ভরে যায় তাঁর।
পুরুলিয়ার রঘুনাথপুর- বাঁকুড়া রাজ্য সড়কের উপর অবস্থিত জনপ্রিয় একটি জায়গা ভন্দুর মোড়। এই রাস্তার নামকরণ হয়েছে এলাকারই বাসিন্দা ভন্দু তথা দুর্গাদাস কর নামে এক ব্যক্তির নাম অনুসারে।
এলাকায় রয়েছে তার একটি ছোট্ট চায়ের দোকান। অনেকেই এই দোকানে চা খেতে আসেন। ১৯৬০ সালে এই দোকানের পথচলা শুরু হয়। ‌ ৬৩ বছর ধরে এই দোকান চালাচ্ছেন দুর্গা দাস কর ওরফে ভন্দু। ‌ সরকারিভাবে খাতায়-কলমে তার নাম অনুযায়ী এই রাস্তার মোড়ের নামকরণ হয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে দুর্গাদাস কর বলেন , দীর্ঘ দিন ধরে তিনি এই দোকানটি চালাচ্ছেন। ‌ আগে তিনি চপ , সিঙ্গারা , মিষ্টি বানাতেন এই দোকানে। কিন্তু বর্তমানে বয়সের ভারে পেরে ওঠেন না তিনি। তাই চা ও মুখরোচক কিছু খাবার বানান। ১৫ বছর বয়স থেকে তিনি এই দোকান করে আসছেন। তার নামেই এই রাস্তার নামকরণ হওয়ায় গর্বে তার বুক ভরে যায়। তার ভীষনই ভাল লাগে।
advertisement
এ বিষয়ে তার স্ত্রী মায়ারানী কর বলেন , তার বড়ই গর্ব হয় তার স্বামীর নামে এই রাস্তার নামকরণ হওয়ায়। তিনিও প্রথম থেকে সমানতালে স্বামীর সঙ্গে ব্যবসার কাজে হাত লাগান।
এ বিষয়ে এলাকার বাসিন্দা বলেন , এই এলাকার প্রথম দোকান এটি। বহু পুরানো এই দোকান। ভন্দুর যথেষ্ট নাম ডাক রয়েছে সব জায়গায়। আর তারই নাম অনুসারে এই মোড়ের নাম হওয়ায় এলাকাবাসী হিসেবে ভীষণই গর্ববোধ হয়।
advertisement
ছাপোসা ঘরের সাদামাটা এক ব্যক্তি দুর্গাদাস কর। অষ্টম শ্রেণী পর্যন্ত তার পড়াশোনা। সংসারে অভাব লাগব করতে বাবার সঙ্গেই চা ও তেলেভাজার দোকান শুরু করেন তিনি। সেই সময় এলাকায় দোকান বলতে শুধুমাত্র এই একটি দোকানে ছিল।
সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা থাকতো এই দোকান। এখনও সেই নিয়মেই চলে দোকানটি। তার চপ এতই বিখ্যাত যে এলাকায় তার চপের খুবই চাহিদা বাড়ে। ধীরে , ধীরে তার নাম সকলের কাছে ছড়িয়ে পড়ে। আর তাতেই শিলমোহর দেয় সরকার। সরকারিভাবে তার নাম অনুসারে নামকরণ হয় এলাকার মোড়ের। তাকে নিয়েই গর্বিত গোটা পুরুলিয়া।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: দোকানের চপ বিখ্যাত, তাই বিক্রেতার নামেই হল রাস্তা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement