পূর্ব মেদিনীপুর: জন্মদিন পালন করতে আজকাল কেউ বাড়িতে বন্ধুবান্ধবকে নিয়ে পার্টি দেয়, আবার কেউ ঘুরতে গিয়ে এলাহি আয়োজন করে। অনেকে আবার রেস্তোরাঁ বা নাইট ক্লাবে পরিচিতদের সঙ্গে সময় কাটান। জন্মদিন পালনের এই রেওয়াজে যখন ক্রমশই অভ্যস্ত হয়ে উঠছি আমরা, ঠিক তখনই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। নিজের জন্মদিন উপলক্ষে নুপুর ভাণ্ডারী আস্ত একটি বাড়ি দান করলেন অনাথ আশ্রমকে!
নিজের জন্মদিনকে স্মৃতি যোগ্য করতে আজকাল নানাভাবেই উদযাপন করে মানুষ। বন্ধুবান্ধব, পরিবার, প্রিয় মানুষদের নিয়ে হই হুল্লোড় খাওয়া-দাওয়া তো আছেই। কেউ কেউ আবার জন্মদিনে পথ কুকুর ও অন্যান্য পশুপাখিদের ভালো-মন্দ খাইয়ে দিনটি পালন করেন। কিন্তু নুপুর ভাণ্ডারী নিজের জন্মদিন পালন করলেন অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে। তাদের শিক্ষার জন্য উপহার দিলেন আস্ত বাড়ি।
আরও পড়ুন: কনটেম্পোরারি দর্শন নিয়ে পূর্ব মেদিনীপুরের কলেজে আন্তর্জাতিক সেমিনার
ভগবানপুর-২ ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম পরিচালিত খগেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় শুক্রবার। সুপারটন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই নতুন ভবনটি নির্মিত হয়। ভবনটি উদ্বোধন করেন এই ফাউন্ডেশনের চেয়ারম্যান ভি কে ভাণ্ডারী। তাঁরই মেয়ে নুপুর ভাণ্ডারী। তিনি নিজের জন্মদিনে অনাথ আশ্রমের শিশুদের পড়াশোনার জন্য বাড়ি উপহার দেওয়ার পাশাপাশি তাদের বই-খাতা, স্কুল ব্যাগও উপহার দেন। এই অনুষ্ঠানে ভগবানপুর-২ ব্লকের বিডিও জয়দেব মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল বর্মনরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই স্কুলে পর্যাপ্ত ঘর ছিল না। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্লাস করতে হত। এই ঘর পেয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক সকলে খুশি। এই স্কুলে প্রায় ২৫০ জন শিশু পড়াশোনা করে। একটি ছোট্ট সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ৫০০ জনকে দুপুরে পাঁচ পেড়ে খাওয়ানো হয়। পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের মূল কাণ্ডারী বলরাম করন বলেন, "এভাবেও কেউ নিজের জন্মদিন পালন করেন তা আজ আমরা দেখলাম। এতে আমরা গর্বিত।"
সৈকত শী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birthday Celebration