তমলুক: ২৪ মে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার গ্রহণ শেষের ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। বরাবরের মতোই পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার নজর কাড়া। পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে শতাংশের হারে ৯৫.৭৫। এবারে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসে ছিল তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা ছিল। কারণ করোনা অতিমারির কারণে মাধ্যমিক পরীক্ষা বন্ধ ছিল ২০২১ সালে।
পূর্ব মেদিনীপুর জেলায় এবারে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৩৪ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ১৯ হাজার ১৮৯ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ২৩ হাজার ৮৪৫ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যে পাশের হার যেখানে ৮৮.২৫ শতাংশ সেখানে পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার ৯৫.৭৫ শতাংশ। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও কালিম্পং। বিগত কয়েক বছরে পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হারে অন্যান্য জেলা থেকে এগিয়ে থাকা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ তার ব্যতিক্রম হল না। পাঁচ দিন আগে ঘোষিত হওয়া মাধ্যমিক ফলাফলে পাশের হারে নিরিখে পূর্ব মেদিনীপুর জেলা শীর্ষে ছিল আর এদিন উচ্চ মাধ্যমিকের ফলাফলেও পাশের হারে পূর্ব মেদিনীপুর জেলা শীর্ষে।
আরও পড়ুন:
পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর জেলা অন্যান্য জেলা থেকে অনেকটাই এগিয়ে থাকার পাশাপাশি এই জেলার মেধাবী ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সম্ভাব্য মেধাতালিকায় স্থান পেয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার মোট ৬ জন ছাত্রছাত্রী মাধ্যমিকের সম্ভাব্য মেধা তালিকায় স্থান পেয়েছে। যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার স্কুল থেকে ৫ জন ও বাকি এক জন জেলের বাইরে অন্য স্কুল থেকে। রাজ্যের মেধা তালিকায় তৃতীয় ও জেলায় প্রথম হয়েছে চন্দ্রবিন্দু মাইতি। তার প্রাপ্ত নম্বর ৪৯৪। চন্দ্রবিন্দু তমলুক হ্যামিলটন হাই স্কুলের ছাত্র। বাড়ি তমলুকের ১৭ নম্বর ওয়ার্ডে। বাবা পেশায় চা দোকানদার।
আরও পড়ুন: জামাইষষ্ঠী স্পেশাল থালি! জামাইদের জন্য রকমারি রান্না করছে হোমের চার কন্যা !
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি স্কুলের পাশের সংখ্যা একশো শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের ধুলিয়াপুর পল্লীশ্রী বানিমন্দির স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সম্ভাব্য মেধা তালিকায় নবম স্থান লাভ করেছে বৃষ্টি মাইতি তার প্রাপ্ত নম্বর ৪৮৮। এছাড়াও মেধা তালিকায় ময়নার পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এর ছাত্র সোমায়ন জানা ষষ্ঠ স্থান লাভ করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯১।বছরের পর বছর পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষায় নজর কাড়া সাফল্য জেলার শিক্ষা মহলে খুশির হাওয়া।
Saikat She
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: HS, WB HS Result 2023