WB HS Result 2023: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক আবারও পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

Last Updated:

WB HS Result 2023: পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার ৯৫.৭৫ শতাংশ।বিগত কয়েক বছরে পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হারে অন্যান্য জেলা থেকে এগিয়ে থাকা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে

বিদ্যালয় পরিদর্শকের অফিস
বিদ্যালয় পরিদর্শকের অফিস
তমলুক: ২৪ মে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার গ্রহণ শেষের ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। বরাবরের মতোই পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার নজর কাড়া। পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে শতাংশের হারে ৯৫.৭৫। এবারে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসে ছিল তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা ছিল। কারণ করোনা অতিমারির কারণে মাধ্যমিক পরীক্ষা বন্ধ ছিল ২০২১ সালে।
পূর্ব মেদিনীপুর জেলায় এবারে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৩৪ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ১৯ হাজার ১৮৯ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ২৩ হাজার ৮৪৫ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যে পাশের হার যেখানে ৮৮.২৫ শতাংশ সেখানে পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার ৯৫.৭৫ শতাংশ। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও কালিম্পং। বিগত কয়েক বছরে পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হারে অন্যান্য জেলা থেকে এগিয়ে থাকা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ তার ব্যতিক্রম হল না। পাঁচ দিন আগে ঘোষিত হওয়া মাধ্যমিক ফলাফলে পাশের হারে নিরিখে পূর্ব মেদিনীপুর জেলা শীর্ষে ছিল আর এদিন উচ্চ মাধ্যমিকের ফলাফলেও পাশের হারে পূর্ব মেদিনীপুর জেলা শীর্ষে।
advertisement
আরও পড়ুন:
advertisement
পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর জেলা অন্যান্য জেলা থেকে অনেকটাই এগিয়ে থাকার পাশাপাশি এই জেলার মেধাবী ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সম্ভাব্য মেধাতালিকায় স্থান পেয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার মোট ৬ জন ছাত্রছাত্রী মাধ্যমিকের সম্ভাব্য মেধা তালিকায় স্থান পেয়েছে। যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার স্কুল থেকে ৫ জন ও বাকি এক জন জেলের বাইরে অন্য স্কুল থেকে। রাজ্যের মেধা তালিকায় তৃতীয় ও জেলায় প্রথম হয়েছে চন্দ্রবিন্দু মাইতি। তার প্রাপ্ত নম্বর ৪৯৪। চন্দ্রবিন্দু তমলুক হ্যামিলটন হাই স্কুলের ছাত্র। বাড়ি তমলুকের ১৭ নম্বর ওয়ার্ডে। বাবা পেশায় চা দোকানদার।
advertisement
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি স্কুলের পাশের সংখ্যা একশো শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের ধুলিয়াপুর পল্লীশ্রী বানিমন্দির স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সম্ভাব্য মেধা তালিকায় নবম স্থান লাভ করেছে বৃষ্টি মাইতি তার প্রাপ্ত নম্বর ৪৮৮। এছাড়াও মেধা তালিকায় ময়নার পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এর ছাত্র সোমায়ন জানা ষষ্ঠ স্থান লাভ করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯১।বছরের পর বছর পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষায় নজর কাড়া সাফল্য জেলার শিক্ষা মহলে খুশির হাওয়া।
advertisement
Saikat She
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
WB HS Result 2023: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক আবারও পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement