Midnapore News: মহকুমা হাসপাতালের ড্রেনে পড়ে রয়েছে মৃতদেহ ! আতঙ্ক এগরায়...
- Published by:Piya Banerjee
Last Updated:
Midnapore News: এগরা পৌর নির্বাচনের মুখে মহাকুমা হাসপাতালের নিকাশি নালায় অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের জন্য উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। এগরা থানার পুলিশ সূত্রে জানা যায় এখনও পর্যন্ত ওই অজ্ঞাতপরিচয় মৃতদেহ পরিচয় জানা যায়নি।
#এগরা: এগরা মহকুমা হাসপাতালের একটি জল নিকাশির ড্রেনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় চিকিৎসার জন্য আস মানুষ ।অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে। খবর পেয়ে এগরা থানার পুলিশ ঐ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এগরা পৌর নির্বাচনের মুখে মহাকুমা হাসপাতালের নিকাশি নালায় অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের জন্য উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। এগরা থানার পুলিশ সূত্রে জানা যায় এখনো পর্যন্ত ওই অজ্ঞাতপরিচয় মৃতদেহ পরিচয় জানা যায়নি।
Location :
First Published :
Feb 04, 2022 8:48 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News: মহকুমা হাসপাতালের ড্রেনে পড়ে রয়েছে মৃতদেহ ! আতঙ্ক এগরায়...







