হলদিয়া: কখনও ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের গলায় ফুলের মালা ও হাতে গোলাপ। কখনও আবার ট্রাফিক নিয়ম মেনে চলা চালকদের মিষ্টিমুখ করিয়ে অভিনব ট্রাফিক সচেতনতার পাঠ দিচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগ। হলদিয়ায় এই অভিনব ট্রাফিক সচেতনতার পাঠ অবলম্বন করল ট্রাফিক বিভাগ। ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের বিভিন্ন সময়৷ মোটা অংকের জরিমানা করেও যখন কাজ হয়নি, তাই এবার এই অভিনব পন্থা বেছে নিল জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
হলদিয়ার দুর্গাচকের ক্ষুদিরাম স্কোয়ারে বাইক ও গাড়িচালকদের পথনিরাপত্তা নিয়ে সচেতন করতে রসগোল্লা বিতরণ করল ট্রাফিক পুলিশ। নিয়ম মেনে মাথায় হেলমেট পরা বাইক চালক এবং গাড়ি চালানোর সময় যারা সিটবেল্ট ঠিক মতো বেঁধেছেন, এমন চালকদের গাড়ি থামিয়ে মাটির হাঁড়িতে করে রসগোল্লা বিতরণ করা হয়। হলদিয়া ট্রাফিক পুলিসের ওসি সুরজিৎ চক্রবর্তীর নেতৃত্বে অভিনব সচেতনতা কর্মসূচীতে রীতিমতো চমকে যান গাড়ি বা বাইক চালকরা। শুধু তাই নয় ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের আবার গলায় ফুলের মালা ও হাতে গোলাপ ফুল দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: উচ্চশিক্ষিত তরুণরা চাকরির বদলে পেশা হিসেবে বেছে নিচ্ছে মাছ ধরাকে!
আরও পড়ুন: প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ফেলল ছাত্র-ছাত্রীরা...! নন্দকুমারে বিরল প্রতিবাদে শোরগোল
হলদিয়া শহরের বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ মোড় গুলিতে হেলমেটহীন চালকদের গাঁদা ফুলের মালা পরিয়ে সতর্ক করা হচ্ছে বেশ কয়েকদিন ধরে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানা যায় এই অভিনব ট্রাফিক নিয়ম সচেতনতার কর্মসূচি নেওয়ার হলদিয়ার বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেটের ব্যবহার বেড়েছে। এর ফলে পথ দুর্ঘটনা চালক এবং আরোহীদের অনেকটাই কম ক্ষতি হবে আশা করছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে এভাবে গান্ধিগিরির ভূমিকায় পুলিশকে দেখে শহরবাসী সাধুবাদ জানাচ্ছেন।
Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।