East Medinipur News- ক্ষুদ্র শিল্প বাঁচিয়ে রাখতে সরস্বতী পুজোর থিম ‘শিল্পকলা’
- Published by:Samarpita Banerjee
Last Updated:
কেন তাদের এই বছরের থিম ‘শিল্পকলা’? দেখুন ভিডিও
#পটাশপুর: ওমিক্রণ সংক্রমণের কারণে সরস্বতী পুজো কি থেমে থাকে! বাঙালির অন্যতম উৎসব এই সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই ভালোবাসার একটি দিন। এই সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছর বিভিন্ন থিম উপহার দিয়ে থাকে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের পঁচেটে একটি ক্লাব। তাদের এবারের থিম ‘শিল্পকলা’। কেন তাদের এবছরের থিম ‘শিল্পকলা’? উত্তরে ক্লাব কর্তৃপক্ষ জানায়, "বর্তমানে প্লাস্টিকের দাপটে হারিয়ে যেতে বসেছে বাঁশ ও বেতের তৈরি ক্ষুদ্রশিল্প। তাই আমরা থিমের মাধ্যমে মানুষকে সচেতন করতে, পুরো মন্ডপকে বাঁশ ও বেতের তৈরি সামগ্রী দিয়ে সাজিয়ে তুলেছি।"
Location :
First Published :
February 05, 2022 9:10 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- ক্ষুদ্র শিল্প বাঁচিয়ে রাখতে সরস্বতী পুজোর থিম ‘শিল্পকলা’