East Medinipur News: দিঘা মোহনা ভাঙন নিয়ে বাড়ছিল দুশ্চিন্তা, স্থায়ী কোন সমাধানের উদ্যোগী সরকার? জানুন
Last Updated:
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দিঘা মোহনার ভাঙন রোধ স্থায়ীকরণ করতে উদ্যোগী রাজ্য সরকার। জানালেন সেচ ও জলপথ বিষয়ক মন্ত্রী পার্থ ভৌমিক।
#দিঘা: প্রযুক্তির সহায়তায় দীঘা মোহনার ভাঙনের আশ্বাস সেচ ও জলপথ বিষয়ক মন্ত্রীর। বুধবার দুপুরে সৈকত নগরী দিঘা মোহনায় একাধিক ভাঙন এলাকা পরিদর্শন করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সেচমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কারাদপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি, পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী ও অন্যান্য আধিকারিকগণ।
ভাঙন দীর্ঘদিনের সমস্যা দিঘা মোহনা উপকূলের। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই বর্ষাকালে প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় দীঘা মোহনায় জোয়ারের তীব্রতা লক্ষ্য করা যায়। সমস্যায় পড়ে মৎস্যজীবী পরিবারগুলি। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে জীবনযাত্রা অতিবাহিত করতে হয় স্থানীয় মৎস্যজীবীদের। কয়েক বছর আগে বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা হয়েছিল। ইতিমধ্যেই সেই বালির বস্তার প্রায় সবটাই সমুদ্রে তলিয়ে গিয়েছে।
advertisement
advertisement
রবিবার এলাকায় মৎস্যজীবীদের সঙ্গে জনসংযোগ করতে এসে ভাঙন দুর্দশা দেখে গিয়েছেন রাজ্যের শাসক দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর মুখেই ভাঙন সমস্যার কথা শুনে এলাকা পরিদর্শনে আসেন সেচমন্ত্রী।
এদিন দুপুরে ভাঙন এলাকা ঘুরে দেখেন মন্ত্রী পার্থ ভৌমিক। বিষয়টাকে তাঁরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন বলেই জানান তিনি। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতই ২ দিনের মধ্যে সেচ দপ্তরের পুরও টিম নিয়ে এলাকা পরিদর্শনে আসেন তাঁরা।
advertisement
এলাকা পরিদর্শনের পর সেচ মন্ত্রী জানান, ইতিমধ্যেই আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ভাঙন প্রতিরোধের যাতে স্থায়ী সমাধান করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নাব্যতার কারণেই দীর্ধদিন ধরে মোহনা এলাকার ড্রেজিংয়ের দাবি জানিয়ে আসছেন মৎস্যজীবীরা। এদিন তার সমাধান হবে বলেও জানান সেচমন্ত্রী।
Location :
First Published :
December 15, 2022 2:22 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: দিঘা মোহনা ভাঙন নিয়ে বাড়ছিল দুশ্চিন্তা, স্থায়ী কোন সমাধানের উদ্যোগী সরকার? জানুন