East Medinipur News: বিজেপির পঞ্চায়েত প্রধান ও সমিতির সভাপতিদের 'বড়' নির্দেশ শুভেন্দুর, শুধু পূর্ব মেদিনীপুর নাকি অন্যত্র‌ও বহাল হবে এই নির্দেশিকা?

Last Updated:

পূর্ব মেদিনীপুরে বিজেপির পঞ্চায়েত প্রধান ও সমিতির সভাপতিদের বড় নির্দেশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রত্যেকের অফিসে তিনটি বিশেষ ছবি লাগানোর আদেশ দিলেন তিনি

+
title=

পূর্ব মেদিনীপুর: বিজেপির পঞ্চায়েত প্রধান, উপ-প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিদের বড় নির্দেশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ত্রিস্তর পঞ্চায়েতের এই দুই স্তরের বিজেপি কর্তাদের অফিস কক্ষে তিনজন ব্যক্তির ছবি লাগানোর ‘কড়া’ নির্দেশ দিলেন শুভেন্দু। ভারতমাতা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি প্রত্যকের অফিসে লাগিয়ে রাখার নির্দেশ দেন। তমলুকের নিমতৌড়ির সভা থেকে দলের পঞ্চায়েত স্তরের নেতাদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করেন শুভেন্দু অধিকারী। তবে এই নির্দেশিকা শুধু পূর্ব মেদিনীপুরের বিজেপি পঞ্চায়েত প্রধান ও সভাপতিদের প্রতি, নাকি গোটা রাজ্যেই তা বলবৎ হবে সেটা এখনও পরিষ্কার নয়।
সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কোন‌ঐ জেলাতেই জেলা পরিষদ দখল করতে পারেনি বিজেপি। তবে এরই মধ্যে শুভেন্দু নিজের জেলা পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সঙ্গে ভালই টক্কর দিয়েছে তারা। এর গোটা কৃতিত্ব শুভেন্দু ঘনিষ্ঠরা তাঁকেই দেওয়ার চেষ্টা করছেন। দলীয় বৈঠকেও এই নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এই প্রেক্ষাপটে তাঁর এই ছবি নির্দেশিকা নতুন করে আলোড়ন ফেলেছে রাজ্য বিজেপির অভ্যন্তরে।
advertisement
advertisement
সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী। সেখান থেকেই এই নির্দেশ দিয়েছেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি পরিচালিত বোর্ড গঠন করেছে ৬৯ টিতে। ২৫ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৪ টি তারা দখল করেছে। জেলা পরিষদ তৃণমূলের দখলে থাকলেও ১৪ টি আসনে জয়ী হয়ে চমকে দিয়েছে বিজেপি।
advertisement
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরে প্রায় ২ হাজার বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। তাঁদের সম্বর্ধনা ও শুভেচ্ছা বিনিময়ের একটি সভা করেন বিরোধী দলনেতা। নিমতৌড়ি স্মৃতিসৌধ সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি এই তিনটি ছবি লাগানোর নির্দেশ দেন। এর পাশাপাশি তিনি দলের প্রধান, উপপ্রধান, সভাপতি এবং সহ-সভাপতিদের কক্ষে থাকা মুনি ঋষি ও মনীষীদের ছবি না খোলার পরামর্শ‌ও দেন। শুভেন্দু নিজের হাতে ওই তিনটি ছবি প্রধান, উপ-প্রধান ও সভাপতিদের হাতে তুলে দেন।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বিজেপির পঞ্চায়েত প্রধান ও সমিতির সভাপতিদের 'বড়' নির্দেশ শুভেন্দুর, শুধু পূর্ব মেদিনীপুর নাকি অন্যত্র‌ও বহাল হবে এই নির্দেশিকা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement