East Medinipur News: নাবালিকা বিয়েতে শীর্ষে পূর্ব মেদিনীপুর, অবস্থা বদলাতে বড় পদক্ষেপ

Last Updated:

নাবালিকা বিয়েতে শীর্ষে পূর্ব মেদিনীপুর। পাচারেও এগিয়ে এই জেলা। এবার অবস্থা বদলাতে বড় পদক্ষেপ

+
পূর্ব

পূর্ব মেদিনীপুর প্রশাসনিক কার্যালয়

#পূর্ব মেদিনীপুর: সারা রাজ্যের মধ্যে নাবালিকা বিয়ের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। তা নিয়ন্ত্রণে আনতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের। জেলায় নাবালিকার বিয়ে ও পাচার রুখতে এবার তিন মাসব্যাপী সচেতনতা কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। ১১ জানুয়ারি বুধবার তমলুক হ্যামিল্টন স্কুলে এই কর্মসূচির সূচনা হয়। তিনমাস ধরে বিভিন্ন স্কুলে নবম-দশম শ্রেণির ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা বিচারক সুযশা মুখার্জি, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সচিব সমরেশ বেরা, তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্যরা।
নাবালিকাদের বিয়ের পাশাপাশি নারী পাচারেও অন্যতম সামনের সারির জেলা পূর্ব মেদিনীপুর। জেলা পুলিস ও প্রশাসনের লাগাতার চেষ্টার পরও নাবালিকা বিয়ে রোখা যাচ্ছে না। জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রতি মাসে গড়ে ৫০ টি নাবালিকার বিয়ে ও ফুঁসলিয়ে নিয়ে গিয়ে পাচারের অভিযোগ জমা হয় পুলিশের কাছে। তমলুক, ময়না, এগরা, কাঁথি, পটাশপুর থানা এলাকায় এই ধরনের অভিযোগ সবচেয়ে বেশি। যা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ-প্রশাসনের কাছে রীতিমত চিন্তার বিষয়।নাবালিকা বিয়ে রুখতে ব্লকস্তরে বিডিও, থানার ওসি ও জনপ্রতিনিধিদের নিয়ে ধারাবাহিক মিটিংয়ের পরও এই ঘটনা আটকানো যাচ্ছে না।
advertisement
advertisement
এই অবস্থায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ তিন মাস ধরে এই নিয়ে আইনি সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা এই প্রসঙ্গে বলেন, "নাবালিকা বিয়ে, ফুসলিয়ে নিয়ে যাওয়ার মত ঘটনা পূর্ব মেদিনীপুরে প্রায়ই ঘটছে। এই ধরনের ঘটনায় রাশ টানা জরুরি। পাশাপাশি সাইবার ক্রাইম প্রতারণার ঘটনাও এখন বেড়েছে। এসব নিয়ে আমরা তিন মাসের বিশেষ সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছি। জেলার বিভিন্ন স্কুলে নবম ও দশম শ্রেণির পড়ুয়া এবং তাদের অভিভাবকদের নিয়ে এই আলোচনা হবে।"
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: নাবালিকা বিয়েতে শীর্ষে পূর্ব মেদিনীপুর, অবস্থা বদলাতে বড় পদক্ষেপ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement