Durga Puja 2023: সমাজ সচেতনতায় এখানে পুজোর থিম তন্ত্র সাধনা

Last Updated:

তন্ত্র সাধনা বা তন্ত্র চর্চা প্রাচীন কাল থেকে চলে আসছে। কিন্তু তন্ত্রসাধনার নামে বেশ কিছু অসাধু কাজকর্ম চলে। মানুষকে সচেতন করতে এবারের পুজোর থিমে উঠে এল তন্ত্র সাধনা। 

+
পুজোর

পুজোর থিম তন্ত্র সাধনা 

নন্দকুমার: তন্ত্র সাধনা নামে অসাধু কাজকর্ম নয়। মানুষকে সচেতন করতে পুজোর থিম তন্ত্র সাধনা। বাংলা তথা ভারতে প্রাচীন কাল থেকেই তন্ত্র সাধনা চলে আসছে। পশ্চিমবঙ্গের তারাপীঠ মন্দির সংলগ্ন শ্মশানে তন্ত্রসাধক বামাক্ষ্যাপার নাম কে না শুনেছে। এছাড়াও তন্ত্রসাধনার জন্য বিখ্যাত অসমের কামাখ্যা মন্দির। তবে এই তন্ত্র সাধনার নামে চলে লোক ঠকানোর ব্যবসা ও অসাধু কাজকর্ম দিকে দিকে। নন্দকুমারের খঞ্চির একটি পুজো কমিটি তাদের এবারের পুজোর থিম রেখেছে তন্ত্র সাধনা।
বাংলা সাহিত্যে বহু আলোচিত চরিত্র বিভূতিভূষণের সৃষ্টি তারানাথ তান্ত্রিক। এই চরিত্রের মাধ্যমে তন্ত্রসাধনার পাশাপাশি লোক ঠকানোর দৃশ্য ফুটে উঠেছে। যেখানে দেখা যায় তারানাথ তান্ত্রিক কোনও এক কারণে সাধনায় সিদ্ধি লাভ করতে পারেননি। তিনি কলকাতায় এসে শুরু করেন ক্ষমতার অপব্যবহার। শুধু সাহিত্যের চরিত্র না বর্তমানেও তন্ত্র সাধনার নামে যথেচ্ছ ভাবে চলে লোক ঠকানোর কারবার। বেশিরভাগ মানুষ না জেনে বুঝেই এইসব অসাধু তান্ত্রিকদের কবলে পড়েন। আর তাই মানুষকে সচেতন করতে দুর্গাপুজোর থিমে ফুটে উঠছে তন্ত্র সাধনা।
advertisement
advertisement
খঞ্চি মিলন বীথি ক্লাবের এবারের দুর্গাপুজো ৪৮ বছরে পড়ল। তাদের এবারে পুজোর বাজেট ১৭ লক্ষ টাকা। বিগত বছর তাদের পুজোর থিম মানুষের মনে ধরেছে। পুজো উদ্যোক্তাদের দাবি, তাদের এবার এই তন্ত্রসাধনার থিম মানুষকে আকর্ষণ করবে। পুজো মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাবে দেবী এখানে রুদ্রাণী রূপে মুণ্ডাসনে বসে তন্ত্রসাধনা করছেন। মণ্ডপ সজ্জায় স্থান পেয়েছে পাট, পাকাটি, নেটের জাল, সুতলি দড়ি, লাল সুতো সহ প্রভৃতি জিনিস।
advertisement
খঞ্চি মিলন বীথি ক্লাবের সদস্য উত্তম ভক্তা জানান, ‘তাদের এবারে পুজোর উদ্বোধন পঞ্চমীর দিন বিকেলে। পুজোর দিনগুলিতে রক্তদান শিবির সহ একাধিক সমাজ সেবামূলক কাজের কর্মসূচি রাখা হয়েছে। প্রতিবছর তাদের পুজো মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে। এবারও তার ব্যতিক্রম হবে না।’ খঞ্চি হাই স্কুল মাঠে বর্তমানে চলছে এই পুজোর শেষ মুহূর্তে প্রস্তুতি।
advertisement

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal, বাঙালির দুর্গাপূজা 2023

সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Durga Puja 2023: সমাজ সচেতনতায় এখানে পুজোর থিম তন্ত্র সাধনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement