East Medinipur News: শুভেন্দুর জেলায় বিজেপির সভাপতি বদল! কারণ নিয়ে ধোঁয়াশায় গেরুয়া শিবির

Last Updated:

পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে ভালো ফল করার পরও তমলুক সাংগঠনিক জেলা সভাপতির পদ খোয়ালেন তপন ব্যানার্জি। 

শুভেন্দুর জেলায় বিজেপির সভাপতি বদল! কারণ নিয়ে ধোঁয়াশায় গেরুয়া শিবির
শুভেন্দুর জেলায় বিজেপির সভাপতি বদল! কারণ নিয়ে ধোঁয়াশায় গেরুয়া শিবির
তমলুক: পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির দুই সাংগঠনিক জেলা সভাপতির রদবদল হল। চলতি মাসের ৯, ১০ ও ১১ তারিখ পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে ২২৩টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হবে। কিন্তু বোর্ড গঠনের আগেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথিতে সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি পরিবর্তন হল। শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় রাজ্যজুড়ে বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন হল। পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
পূর্ব মেদিনীপুর জেলা-সহ রাজ্যের আরও বিভিন্ন জেলায় বিজেপির জেলা সভাপতিদের পরিবর্তন করা হল। পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন তপন ব্যানার্জি। সেই জায়গায় জেলা সভাপতি করা হল হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলকে।
advertisement
প্রসঙ্গত হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল বিধানসভা ভোটের আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তারপর হলদিয়া বিধানসভা থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন। হলদিয়া তথা জেলার রাজনীতিতে এক পরিচিত নাম তাপসী মন্ডল। এর পূর্বে তিনি সিপিআইএমের টিকিটে দু’বার বিধায়ক হয়েছিলেন। কার্যত তিনি জেলার রাজনীতির হাল হকিকত নিয়ে ওয়াকিবহাল।
advertisement
তমলুকের পাশাপাশি বিজেপির কাঁথি সংগঠনিক জেলারও সভাপতি রদবদল হয়। কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুদাম পন্ডিতকে সরিয়ে জেলা সভাপতি করা হল অরূপ কুমার দাসকে। আগামী দিনে বিজেপির রাজ্য নেতৃত্বে তপন ব্যানার্জি ও সুদাম পন্ডিত স্থান পাচ্ছেন কি না তা সময়ই বলবে। তবে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রাক্তন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন ব্যানার্জীর বিরুদ্ধে দলের নেতাকর্মীরাই একাধিক অভিযোগ তুলেছিল। আর তারপরেই রাজ্য বিজেপি নেতৃত্বের এই সিদ্ধান্ত।
advertisement
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতেই দুই সাংগঠনিক জেলার সভাপতি রদবদল নিয়ে জেলা রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। প্রসঙ্গত নতুনভাবে দায়িত্ব পাওয়া দুই সাংগঠনিক জেলা সভাপতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক মহলে। বিশেষ করে তমলুক সংগঠনিক জেলার মধ্যে শুভেন্দু অধিকারী নির্বাচনক্ষেত্র নন্দীগ্রাম অন্তর্ভুক্ত। ফলে পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে ভালো ফল করার পরও তমলুক সাংগঠনিক জেলা সভাপতির পদ খোয়ালেন তপন ব্যানার্জি।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: শুভেন্দুর জেলায় বিজেপির সভাপতি বদল! কারণ নিয়ে ধোঁয়াশায় গেরুয়া শিবির
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement