East Medinipur News: শিক্ষাদানের পাশাপাশি সাহিত্যে অবদানের জন্য শিক্ষারত্ন পাচ্ছেন হলদিয়ার শিক্ষক

Last Updated:

হলদিয়ার স্কুল শিক্ষক টুরিয়া চাঁদ বাস্কে এবার শিক্ষক দিবসের দিন শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন

পূর্ব মেদিনীপুর: শিক্ষাকতা করার পাশাপাশি আদিবাসী সাহিত্যে বিশেষ অবদানের জন্য রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন হলদিয়া মহকুমার সুতাহাটা ব্লকের বাবুপুর অ্যাগ্রিকালচারাল হাই স্কুলের শিক্ষক টুরিয়া চাঁদ বাস্কে। তিনি ঝাড়গ্রামের বাসিন্দা। লালগড় থানার পাপুরিয়া গ্রামে বাড়ি। শিক্ষকতায় বিশেষ অবদানের জন্য পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবার একমাত্র তাঁকেই এই বিশেষ সম্মানে ভূষিত করতে চলেছে রাজ্য সরকার। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে টুরিয়া চাঁদ বাস্কে।
পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার পাশাপাশি মেধায় অন্যান্য জেলা থেকে অনেকটাই এগিয়ে। প্রতিবছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষায় তার প্রমাণ পাওয়া যায়। ছাত্র-ছাত্রীদের এই সাফল্য হওয়ার পেছনে স্কুল শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য সত্য। গত বছর রাজ্য সরকারের দেওয়া এই সম্মান জেলার দু’জন শিক্ষক-শিক্ষিকা পেয়েছিলেন। রাজ্য সরকারের শিক্ষারত্ন প্রাপক সম্মানের তালিকায় এবার অবশ্য জেলার একজনেরই নাম আছে। তিনি বাবুপুর অ্যাগ্রিকালচারাল হাইস্কুলের শিক্ষক টুরিয়া চাঁদ বাস্কে।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুরের বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শুভাশিস মিত্র বলেন, উনি ভীষণ গুণী শিক্ষক। উনি সম্মান পেয়েছেন, আমাদের খুব ভাল গেছে। আমরা আনন্দিত। এই সম্মান প্রাপকের তালিকায় তাঁর নাম থাকায় আনন্দিত ও গর্বিত টুরিয়া চাঁদবাবু সহ তাঁর স্কুলের সকল শিক্ষক ও পড়ুয়ারা। গর্বিত পরিবারের সদস্যরাও। ইংরেজি বিভাগের শিক্ষক টুরিয়া চাঁদবাবু। হিন্দিও পড়ান পড়ুয়াদের। ১৯৯৫ সালের ৩ মে বাবুপুর অ্যাগ্রিকালচারাল হাইস্কুলে শিক্ষক জীবন শুরু হয় টুরিয়া চাঁদবাবুর। আগামী এপ্রিলে অবসর নেবেন। দীর্ঘ ২৯ বছরের এই শিক্ষতার জীবনে সমাজ তৈরির বহু কারিগর তৈরি করেছেন। তাঁকে কেবল শিক্ষক বললে খাটো করা হবে। একাধারে আদিবাসী সাহিত্য, সংস্কৃতির লেখক ও গবেষক তিনি। সাঁওতালি ভাষায় অলচিকি লিপির মাধ্যমে ২৭ টি বই ছাপা হয়েছে। তাঁর লেখা অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতেও।
advertisement
শিক্ষকতা ও লেখার পাশাপাশি ১৯৯৯ সাল থেকে সাঁওতালি ভাষায় প্ৰকাশিত ত্রৈমাসিক পত্রিকা ‘জিউয়ি’ এবং ২০০০ সাল থেকে আদিবাসীদের জীবনযাত্রার ওপর গবেষণামূলক ‘তীরন্দাজ’ পত্রিকার সম্পদনায় যুক্ত তিনি। তার বাইরেও নানা ভাষায় প্রকাশিত শতধিক পত্রিকায় নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত তিনি। সবমিলিয়ে, আদর্শ শিক্ষক টুরিয়া চাঁদ বাস্কে। তাঁর লেখা ও গবেষণার জন্য আগেও রাজ্য সরকারের একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। এই প্রসঙ্গে বাবুপুর অ্যাগ্রিকালচারাল হাই স্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ সুন্দর ঘড়া বলেন, এই খবর আমাদের স্কুলের পাশাপাশি সমগ্র জেলাবাসীর কাছে আনন্দদায়ক। টুরিয়া চাঁদবাবুকে সম্বর্ধনা জানানোর উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষও। ৫ সেপ্টেম্বর জেলা প্রশাসনিক কার্যালয় থেকে শিক্ষক টুরিয়া চাঁদ বাস্কেকে এই পুরস্কার তুলে দিবেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: শিক্ষাদানের পাশাপাশি সাহিত্যে অবদানের জন্য শিক্ষারত্ন পাচ্ছেন হলদিয়ার শিক্ষক
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement