East Medinipur News: ভোররাতের আগুনে পুড়ে ছাই একের পর এক দোকান
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ভোররাতে আগুন লাগে। প্রথমে বাজারের ক্লাব ঘরে আগুন ধরে। দ্রুত সেই আগুন পাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়ে।
পূর্ব মেদিনীপুর: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একের পর এক দোকান। পটাশপুরের কাটরঙা বাজারের ঘটনা। বিধ্বংসী আগুনে এখানকার কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি পরিমাণ কয়েক লক্ষ টাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে আগুন লাগে। প্রথমে বাজারের ক্লাব ঘরে আগুন ধরে। দ্রুত সেই আগুন পাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। সকালে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দোকান মালিকদের খবর দেন। খবর পাঠানো হয় দমকলে। তবে দমকল এসে পৌঁছনোর আগেই স্থানীয়রা টুলু পাম্প চালিয়ে জল ঢেলে সেই আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ক্লাব ও দোকানে থাকা সব জিনিস পুড়ে ছাই হয়ে যায়। একটি মোবাইল দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। মোবাইল দোকানের মালিক বুদ্ধদেব মাইতি জানান, তাঁর একারই প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
advertisement
advertisement
এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে বড়হাট পঞ্চায়েতের প্রধান দীপক কুমার মহাপাত্র জানান, বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রায় দশ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 10:54 AM IST