East Medinipur News: নোনা জলকে পানযোগ্য করে জলসঙ্কট মোকাবিলার চেষ্টা

Last Updated:

এই প্রকল্পের মাধ্যমে ১ টাকার বিনিময়ে ২ লিটার, ২ টাকার বিনিময়ে ৫ লিটার এবং ৫ টাকার বিনিময়ে ২০ লিটার পানীয় জল পাবেন গ্রামবাসীরা।

+
title=

পূর্ব মেদিনীপুর: পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন হল কাঁথি-১ ব্লকের সাবাজপুরে পঞ্চায়েতের সমুদ্রপুরে। এই প্রকল্পের মাধ্যমে সমুদ্রের নোনা জলকে পরিশ্রুত করে পানযোগ্য করে তোলা হচ্ছে। এরফলে সমুদ্র তীরবর্তী এলাকার বহু মানুষের পানীয় জলের সমস্যা অনেকটাই মিটল।
সমুদ্র তীরবর্তী এলাকা হওয়ায় পূর্ব মেদিনীপুরের কাঁথি, রামনগর ব্লকগুলিতে পানযোগ্য জল পাওয়াটা বেশ কঠিন। কারণ এখানকার নলকূপগুলি থেকে নোনা জল উঠে আসে। এদিকে মিষ্টি জল ছাড়া মানুষের তৃষ্ণা নিবারণ হয় না। এই পরিস্থিতিতে এলাকার জল সঙ্কট কাটাতে এই নতুন পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়েছে।
advertisement
advertisement
সাবাজপুট পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষকে এতদিন টাকা দিয়ে বাজার থেকে জল কিনে খেতে হচ্ছিল। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই পরিশ্রুত পানীয় জলের প্রকল্প গড়ে তোলার দাবি জানাচ্ছিলেন। অবশেষে তাঁদের সেই দাবি পূরণ হল। এই প্রকল্পের মাধ্যমে মাটির নিচ উঠে আসা লবণাক্ত জলকে শোধন করে পানযোগ্য করে তোলা হবে।
প্রাথমিক পর্যায়ে ওই এলাকার বিভিন্ন জায়গায় পাঁচটি ওয়াটার এটিএম বসানো হয়েছে। এর মাধ্যমে সামান্য টাকার বিনিময়ে জনসাধারণকে পরিশ্রুত পানীয় জল দেওয়া হচ্ছে। যদিও গ্রামবাসীদের একাংশের দাবি, এখনও বেশ কিছু জায়গায় ওয়াটার এটিএম বসানো হয়নি। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব দ্রুত বাকি জায়গাগুলিতেও ওয়াটার এটিএম বসানো হবে।
advertisement
এই পরিস্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। উপস্থিত ছিলেন কাঁথি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, বিডিও তুহিনকান্তি ঘোষ সহ অন্যান্যরা। এই প্রকল্পের মাধ্যমে ১ টাকার বিনিময়ে ২ লিটার, ২ টাকার বিনিময়ে ৫ লিটার এবং ৫ টাকার বিনিময়ে ২০ লিটার পানীয় জল পাবেন গ্রামবাসীরা।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: নোনা জলকে পানযোগ্য করে জলসঙ্কট মোকাবিলার চেষ্টা
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement