Purba Medinipur News: বারবার নানা প্রেমিকের সঙ্গে পালিয়েছেন, তৃতীয় বার পালিয়ে স্বামীর কাছে ফিরতে চাইলেন...
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়া গৃহবধূ স্বামীর ঘরে ফিরতে মরিয়া
#পাঁশকুড়া: ভালোবাসার টানে প্রেমিক পুরুষেরা হাত ধরে স্বামী সন্তান সংসার ফেলে বাড়ি ছেড়েছিল গৃহবধূ। কিন্তু প্রেমিকের কাছেও বেশিদিন টিকল না মন আবার স্বামীর সংসারে ফিরে আসতে চায় ওই গৃহবধূ। এমনি ঘটনা ঘটল পাঁশকুড়ায়। পাঁশকুড়ার ৩০ বছর বয়সী এক গৃহবধূ হঠাৎই নিখোঁজ হয়ে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সেই মতো ওই মহিলার মা পাঁশকুড়া থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা করে।
পাঁশকুড়া থানা পুলিশ ওই ঘটনার তদন্তে নেবে জানতে পারে ওই গৃহবধূ নিখোঁজ হয়নি। বরং নিজে পছন্দের মানুষের সঙ্গে স্বামীর ঘর ছেড়েছে। জানা যায় ওই গৃহবধূর বাপের বাড়ি পাঁশকুড়া থানা এলাকায় মেচগ্রামে। বছর পাঁচেক আগে পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। রয়েছে ৪ বছরের কন্যা সন্তান। কিন্তু ওই গৃহবধূর স্বামীর সংসারে মন টিক ছিল না। কারণ স্বামী বছরের বেশিরভাগ সময়ই কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন। জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয়। ওই যুবক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে। পরিচয় ক্রমে ভালোবাসার সম্পর্কে গড়ায়। তারই হাত ধরে বাড়ি ছাড়েন ওই গৃহবধূ।
advertisement
advertisement
আরও পড়ুন - Sexiest Fan: কাতারের মরুভূমি গ্যালারিতে যৌবনের মরুদ্যান, চোখ ফেরাতে পারছেন না কেউই, রইল হট ফটো
ওই গৃহবধূর মা পাঁশকুড়া থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা করলেও ওই গৃহবধূ সম্প্রতি নিজে থেকেই ফিরে এসেছেন। কারণ প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চাইলেও সেখানেও মন টেকেনি।
advertisement
তবে ওই গৃহবধুর প্রতিবেশীদের কথায় জানা যায় এর আগেও দুজন পুরুষের সঙ্গে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল ওই গৃহবধূ। সেই দুবারও কিছুদিন পরে স্বামীর সংসারে ফিরে এসেছিল ওই গৃহবধূ। বারবার ঘর ছাড়াই আর স্বামীর ঘরে ঠাঁই দিতে রাজি নয় স্বামী। আগের দুবার স্বামী নিজেই তাকে ফিরিয়ে এনেছিল হাওড়া স্টেশন থেকে। এবার নিজের থেকে ফিরে আসার আগে ওই গৃহবধূ স্বামীর সঙ্গে ফোনে যোগাযোগ করে। কিন্তু বারবার বিভিন্ন পুরুষের সঙ্গে ঘর ছাড়ায়, গৃহবধূর স্বামী তাকে সংসারে ফিরিয়ে নিতে রাজি হয়নি।
advertisement
Saikat Shee
Location :
First Published :
December 04, 2022 6:07 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: বারবার নানা প্রেমিকের সঙ্গে পালিয়েছেন, তৃতীয় বার পালিয়ে স্বামীর কাছে ফিরতে চাইলেন...