Purba Medinipur News: ‘চোখ তুলে দেখ না’ চারদিকে শুধুই ফুলে ফুল

Last Updated:

ফুলের জন্য বিশেষ নাম রয়েছে পাঁশকুড়ার। পাঁশকুড়ার ফুল চাষ বর্তমানে অন্য মাত্রা পেয়েছে। চন্দ্রমল্লিকা, গ্যাডিওলাস ভিন্ন ফুলের পাশাপাশি গাঁদা ফুলের চাষ হয় সারা বছর। 

+
মাঠে

মাঠে গাঁদা ফুলের চাষ

#পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের ফুল চাষ দক্ষিণবঙ্গ জুড়ে আলাদা নজর কেড়েছে। বিশেষ করে শীতকালীন ফুল চাষ পাঁশকুড়া কে বিখ্যাত করে তুলেছে। শীতকালে পাঁশকুড়ার ব্লকের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে রংবেরঙের চন্দ্রমল্লিকা, গ্যাডিওলাস সহ বিভিন্ন ফুলের পাশাপাশি প্রায় সারা বছর গাঁদা ফুলের চাষ হয়। পাঁশকুড়ার উত্তর মেচগ্রাম, পীতপুর, মঙ্গলদারি সহ আশেপাশের গ্রাম গুলির মাঠ জুড়ে শুধু কমলা রঙের ঢেউ। মাঠের পর মাঠ ভর্তি গাঁদা ফুলে।
সারা বছরে গাঁদা ফুল চাষের পাশাপাশি শীতকালে ব্যাপক পরিমাণে চাষ হয় গাঁদা ফুলের। কারণ গাঁদা ফুল চাষ অন্যান্য ফুল চাষের চেয়ে অনেকটাই খরচ কম। বাণিজ্যিকভাবে পাঁশকুড়ায় এই গাঁদা ফুল চাষ হয়। এক বিঘা জমিতে এখানে অন্যান্য ফুল চাষ করতে খরচ হয় প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা সেখানে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকায় এক বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ হয়। এছাড়াও গাঁদা ফুল গাছের পরিচর্যা অন্যান্য ফুল গাছের চেয়েও অনেকটা কম। ফলে মজুরি কম লাগে। বছরের সারা সময় গাঁদা ফুল গড়ে ২০ টাকা থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়। এক বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করে আয় হয় দেড় থেকে দু লক্ষ টাকা। একবার গাছ লাগিয়ে বহু সময় ধরে ফুল পাওয়া যায় বলে গাঁদা ফুল চাষ লাভজনক।
advertisement
advertisement
পাঁশকুড়ায় শীতকালে চন্দ্রমল্লিকা ফুলের শোভা দেখতে পাওয়া যায় মাঠে মাঠে। তেমনি পাঁশকুড়ার উত্তর মেচগ্রাম পীতপুর মঙ্গলদারি সহ আশেপাশের গ্রামগুলির মাঠে গাঁদা ফুলের সমারোহ দেখতে পাওয়া যায়। গাঁদা ফুল পুজো বা ডেকোরেশনের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের বাইরে ওড়িশা, চেন্নাই ব্যাঙ্গালুরু, মুম্বাই বিভিন্ন জায়গায় পাড়ি দেয় পাঁশকুড়া থেকে।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: ‘চোখ তুলে দেখ না’ চারদিকে শুধুই ফুলে ফুল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement