Police Rescued Kidnapped Child: বন্ধুত্বের আছিলায় শিশু অপহরণ, ফিল্মি কায়দায় অপহৃতকে উদ্ধার করল পুলিশ
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Police Rescued Kidnapped Child: প্রথমে বাবার সঙ্গে বন্ধুত্ব, বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ছেলেকে অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন। অবশেষে পুলিশের তৎপরতায় ভিন রাজ্য থেকে উদ্ধার ওই নাবালক।
কাঁথি: প্রথমে বাবার সঙ্গে বন্ধুত্ব করা, তারপর বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ছেলেকে অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন। অবশেষে পুলিশের তৎপরতায় ভিন রাজ্য থেকে উদ্ধার ওই নাবালক। এ যেন পুরো সিনেমার স্ক্রিপ্ট। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের অপকর্মে সফল হতে পারল না ওই অপহরণকারী। কাঁথি শহরের রূপশ্রী বাইপাস এলাকায় ৯ বছরের ওই নাবালকের বাবার দোকান। বাড়ি কাঁথির চন্দনপুরে। বাবার দোকান থেকেই ওই নাবালককে তুলে নিয়ে যাওয়া হয়। ওড়িশার গঞ্জামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে কাঁথি থানার পুলিশ।
অপহরণকারী অভিজিৎ সিট নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে। তিনি কাঁথি রেলস্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা। পরিবারের লোকজন জানান, সুস্থভাবে ছেলেকে ফিরে পেয়েছেন। আর কিছুই তাঁদের চাওয়ার নেই। এই ঘটনা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কী উদ্দেশে নাবালককেকে অপহরণ তা জানার চেষ্টা করছে কাঁথি থানার পুলিশ। সূত্রের খবর, প্রায়শই ওই নাবালক বাবার দোকানে এসে বসতেন ধৃত ব্যক্তি। ১২ জুলাই অভিযুক্ত অভিজিৎ বলেছিলেন, বাড়িতে অনুষ্ঠান আছে। তাই ওই নাবালককে নিয়ে যাবেন। ঘণ্টাখানেকের মধ্যে ফিরিয়ে দেবেনও বলেন। তাতেই রাজি হয়ে যান ওই ব্যক্তি। কিন্তু এরপরই দীর্ঘ সময় নাবালক ফেরেনি। অভিজিতের ফোনও বন্ধ ছিল। এরপরই ওই ব্যবসায়ীর বাড়ি মুক্তিপণ চেয়ে ফোন আসে।
advertisement
advertisement
ওই নাবালকের মা জানান, ফোনে বলা হয়েছিল দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে পিছাবনির কাছে একটি লাল গাড়ি দাঁড়িয়ে থাকবে। সেখানে গিয়ে টাকা দিতে হবে। এরপরই শুরু হয় পুলিশ-ট্র্যাকিং। কাঁথি থানার আধিকারিক অমলেন্দু বিশ্বাস বলেন, ধৃতকে আদালতে তোলা হয়েছিল। আদালতের নির্দেশে ২১ জুলাই শুক্রবার টি আই প্যারেড হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Saikat Shee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 9:22 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Police Rescued Kidnapped Child: বন্ধুত্বের আছিলায় শিশু অপহরণ, ফিল্মি কায়দায় অপহৃতকে উদ্ধার করল পুলিশ