জামাইষষ্ঠী খাওয়ার লোভই কাল হল! শ্বশুরবাড়ি এসে সোজা শ্রীঘরে জামাই
- Published by:Debamoy Ghosh
- local18
Last Updated:
কয়েকদিন আগে ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ৷
ময়না: উপলক্ষ জামাইষষ্ঠী। কিন্তু জামাই ষষ্ঠীর আদর আপ্যায়নের বদলে শেষ পর্যন্ত জামাইয়ের ঠাঁই হল শ্রীঘরে! তাও আবার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে!
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নার মিজানগর এলাকায়৷ ধৃতের নাম বুদ্ধদেব মণ্ডল৷ কয়েকদিন আগে ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
advertisement
শেষ পর্যন্ত অবশ্য গতকাল জামাইষষ্ঠীর দিন ময়নার মিজানগর এলাকায় শ্বশুরবাড়িতে আসেন বুদ্ধদেব৷ রাতে স্থানীয় বাসিন্দাদের কয়েকদন তাঁকে এলাকায় দেখে প্রথমে আটকে রাখেন৷ খবর দেওয়া হয় ময়না থানায়৷ পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে৷
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া হত্যাকাণ্ডে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। যদিও অভিযুক্ত বুদ্ধদেব মণ্ডলের স্ত্রী আগমণী মণ্ডলের দাবি, এই খুনের ঘটনার সঙ্গে তাঁর স্বামীর কোনও যোগ নেই।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 5:23 PM IST










