PM Modi Birthday: মোদির জন্মদিনে মঙ্গল কামনা, নন্দীগ্রামের প্রাচীন মন্দিরে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু

Last Updated:

PM Modi Birthday: ১৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর ছবি হাতে নন্দীগ্রামের প্রায় ৫০০ বছরের প্রাচীন জানকীনাথ মন্দিরে আসেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। 

+
নন্দীগ্রামের

নন্দীগ্রামের প্রাচীন মন্দিরে পুজো দিচ্ছেন বিরোধী দলনেতা

নন্দীগ্রাম: ১৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর ছবি হাতে নন্দীগ্রামের প্রায় ৫০০ বছরের প্রাচীন জানকীনাথ মন্দিরে আসেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি এদিন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনায় পুজো দিলেন। নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একটি চক্ষু পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন।
এদিন জানকীনাথ মন্দিরে এসে বিরোধী দল নেতা ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় পূজা ও আরতি করেন। প্রসঙ্গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসভাই মোদির ৭৩তম জন্মদিন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে দেশের বর্তমান প্রধানমন্ত্রীর জন্মদিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়।
advertisement
advertisement
দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত তথা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বিজেপির নেতাকর্মীদের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এদিন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় প্রায় পাঁচশ বছরের মন্দিরে পুজো দেন।
advertisement
মন্দিরে পুজোর পাশাপাশি নন্দীগ্রাম বিজেপি দলের পক্ষ থেকে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা কেন্দ্রেরও আয়োজন করে নন্দীগ্রামের বিজেপি নেতাকর্মীরা। ওই দুটি শিবিরের উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা জানান, ‘ভারতের সবচেয়ে সফল যস্বশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। তাঁর দীর্ঘায়ু কামনা করছি। তাঁর দৃঢ় নেতৃত্বে ভারতকে সঠিক পথে পরিচালিত হচ্ছে। আগামী দিনে ভারত আরও শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠবে তাঁর সুদৃঢ় নেতৃত্বে।’ নন্দীগ্রামে প্রধানমন্ত্রী জন্মদিনে মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা রাজ্যের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
PM Modi Birthday: মোদির জন্মদিনে মঙ্গল কামনা, নন্দীগ্রামের প্রাচীন মন্দিরে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement