Purba Medinipur News: শীত বা গ্রীষ্ম বা হোক বর্ষা, পাঁশকুড়ার একটাই যন্ত্রনা, রেলগেট!
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
পাঁশকুড়া বাসিন্দাদের যন্ত্রণার নাম পাঁশকুড়ার রেলগেট। সময় ও প্রজন্ম যেখানে গতির চাকায় ভর করে দৌড়াচ্ছে। সেখানে পাঁশকুড়ায় দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় রেলগেটে। দশকের পর দশক কেটে গেলেও সমস্যার সুরহা হয়নি।
#পাঁশকুড়া : পাঁশকুড়া বাসিন্দাদের যন্ত্রণার নাম পাঁশকুড়ার রেলগেট। সময় ও প্রজন্ম যেখানে গতির চাকায় ভর করে দৌড়াচ্ছে। সেখানে পাঁশকুড়ায় দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় রেলগেটে। দশকের পর দশক কেটে গেলেও সমস্যার সুরহা হয়নি। দক্ষিণ পূর্ব রেল শাখার একটি গুরুত্বপূর্ণ রেল জংশন পাঁশকুড়া। প্রতিদিন বহু মেল এক্সপ্রেস লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন এই জংশন থেকে ছেড়ে যায় বা যাতায়াত করে। যার ফলে রেলগেটে দীর্ঘ সময় পাঁশকুড়ার বাসিন্দাদের আটকে থাকতে হয়।
ফের এলাকাবাসী সরব পাঁশকুড়ার ওভারব্রিজ বা আন্ডার পাস তৈরির দাবী নিয়ে। পূর্ব মেদিনীপুরের ব্যস্ততম রেলওয়ে স্টেশন পাঁশকুড়া জংশন, আর ওই স্টেশন ছাড়িয়ে প্রায় দুশো মিটার এগোলেই রয়েছে পাঁশকুড়া থেকে মেছোগ্রাম গামি এক বৃহৎ রেলগেট। আর এই রেলগেট দিয়ে প্রত্যহ হাজার হাজার মানুষের যাতায়াত। রেলগেটে প্রায় আধঘন্টা থেকে এক ঘন্টা নিত্যযাত্রীদের আটকে থাকতে হয়। আর এর ফলে সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের ।
advertisement
আরও পড়ুনঃ বিশ্ব প্রতিবন্ধী দিবসের প্রাক্কালে নিজেদের দাবি নিয়ে সোচ্চার প্রতিবন্ধীরা
সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না এমনটাই অনেকের অভিযোগ। কিন্তু রেলগেট বন্ধ হওয়া পরেও রেলগেট পারাপার করলে সেটি দণ্ডনীয় অপরাধ জেনেও দীর্ঘক্ষন অপেক্ষা করতে না পেরে ঝুঁকি নিয়ে রেলগেট টোপকে পারাপার হতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনেকেই। এলাকাবাসীর সুবিধার্থে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র সাউথ ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল উড়ালপুল নির্মাণের জন্য এর পাশাপাশি ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনিও এ বিষয় নিয়ে পার্লামেন্টে পেশ করেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হলদিয়া শিল্পাঞ্চল শহরের দূষণ রোধে তৎপর প্রশাসন
তবে এ নিয়ে রেল কর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ নিত্যযাত্রীদের, এছাড়াও বেশ কিছু এলাকাবাসীর দাবি রেল কর্তৃপক্ষ সব রকম সাহায্যে আশ্বাস দিয়েছে ওভারব্রিজ বা আন্ডারপাস এখনো পর্যন্ত তৈরি হয়নি । যার ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত।
advertisement
Saikat Shee
Location :
First Published :
November 29, 2022 8:32 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: শীত বা গ্রীষ্ম বা হোক বর্ষা, পাঁশকুড়ার একটাই যন্ত্রনা, রেলগেট!