Panchayat Election 2023: বিজেপিকে বিপাকে ফেলল সিপিআইএম! নেপথ্যে এক যোগদান, পূর্ব মেদিনীপুরে অবাক কাণ্ড

Last Updated:

Panchayat Election 2023: বিজেপির সমর্থন নিয়ে পঞ্চায়েত বোর্ডের প্রধান হন নির্দল প্রার্থী। কিন্তু সন্ধেবেলা বিরাট বিপাকে পড়লেন ওই প্রার্থী।

+
title=

কোলাঘাট: বিজেপির সমর্থন নিয়ে পঞ্চায়েত বোর্ডের প্রধান হয়েছিলেন নির্দল প্রার্থী। কিন্তু সন্ধেবেলা ওই বোর্ড প্রধান সিপিআইএম-এ যোগদান করায় বিপাকে পড়ল বিজেপি। সকালে কোলাঘাট ব্লকের সিদ্ধা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত সিপিআইএম ও নির্দলের সমর্থনে বোর্ড গঠন করে বিজেপি।
বোর্ডের প্রধান হিসেবে মনোনীত হন নির্দল প্রার্থী। পঞ্চায়েত প্রধান হওয়ার পর বিকেলে সিপিআইএম-এ যোগদান করেন ওই নির্দল প্রার্থী। আর তাতেই বিপাকে পড়েছে সিপিআইএম ও নির্দল সমর্থিত বিজেপির ওই পঞ্চায়েত বোর্ড।
advertisement
আরও পড়ুন: পড়ে যাওয়ার মুহূর্তে হাত ধরেছিল কাশ্মীরি বন্ধু, কিন্তু হয়নি শেষরক্ষা! স্বপ্নদীপের মৃত্যুর রাতে ভয়ঙ্কর কাণ্ড
নির্দল ও সিপিআইএমকে সঙ্গে নিয়ে বিজেপি সিদ্ধা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করে। ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ছিল ১৭ টি। যার মধ্যে এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখলে যায় ৮ টি। বিজেপির দখলে যায় ৭ টি। এবং একটি করে আসনে সিপিআইএম ও নির্দল প্রার্থী জয় লাভ করে। আসন সংখ্যার দিক থেকে কেউই সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি এই সিদ্ধা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। সিদ্ধা ১ গ্রাম পঞ্চায়েতে বিজেপি নির্দল ও সিপিআইএমের সমর্থন নিয়ে বোর্ড গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করে। নির্দল প্রার্থী নৌরিন সুলতানাকে প্রধান ও বিজেপির উপপ্রধান স্মৃতিধর চক্রবর্তীকে নির্বাচিত করা হয়।
advertisement
আরও পড়ুন: ‘চাপে আছি বাবা এসো, মা এসো’! শেষ ফোনে বলেছিল যাদবপুরের স্বপ্নদীপ
সিপিআইএমের পক্ষ থেকে নির্দল প্রধানকে সমর্থন করে। সব মিলিয়ে বিজেপি সিপিএম ও নির্দলকে সঙ্গে নিয়েই পঞ্চায়েত দখল করে। শাসক দল তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে রাম বাম নির্দল মিলে সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েত দখল করে। কিন্তু তার কয়েক ঘণ্টা পরেই সন্ধ্যায় কোলাঘাটে সিপিআইএম দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সিপিআইএম নেতা রবিন দেবের উপস্থিতিতে সিপিআইএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির হাত ধরে সিপিআইএমে যোগদান করেন নির্দলের পঞ্চায়েত প্রধান। নির্দল থেকে সিপিআইএমে যোগদান করার পর পঞ্চায়েত প্রধান বলেন, ‘সিপিআইএমের আদর্শকে শ্রদ্ধা করি সে জন্যই সিপিআইএমে যোগদান।’ তবে এ বিষয়ে বিজেপি কোনও মন্তব্য করতে চায়নি।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Panchayat Election 2023: বিজেপিকে বিপাকে ফেলল সিপিআইএম! নেপথ্যে এক যোগদান, পূর্ব মেদিনীপুরে অবাক কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement