Purba Medinipur News: গ্রামে গ্রামে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চালু হল সুস্বাস্থ্য কেন্দ্র
- Reported by:Ananya Chakraborty
- hyperlocal
- Edited by:Soumabrata Ghosh
Last Updated:
টেলিমেডিসিন সহ উন্নত চিকিৎসা পরিষেবা গ্রামে গ্রামে পৌঁছে দিতে চালু হল সুস্বাস্থ্য কেন্দ্রের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের নির্ভয় পুর গ্রামে দীর্ঘদিন ধরে ছিল না সুস্বাস্থ্য কেন্দ্র। ফলে চিকিৎসা সংক্রান্ত যে কোন কাজে সমস্যায় পড়তে হতো স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষদের।
#নন্দকুমার : টেলিমেডিসিন সহ উন্নত চিকিৎসা পরিষেবা গ্রামে গ্রামে পৌঁছে দিতে চালু হল সুস্বাস্থ্য কেন্দ্রের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের নির্ভয় পুর গ্রামে দীর্ঘদিন ধরে ছিল না সুস্বাস্থ্য কেন্দ্র। ফলে চিকিৎসা সংক্রান্ত যে কোন কাজে সমস্যায় পড়তে হতো স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষদের। এবার সেই গ্রামে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল। বর্তমানে গ্রামে গ্রামে উন্নত চিকিৎসা পরিচালক পৌঁছে দিতে সুস্বাস্থ্য কেন্দ্র গুলির ভূমিকা অপরিহার্য। বিভিন্ন রোগের টিকাকরণের পাশাপাশি টেল মেডিসিন পরিষেবা সহ একাধিক চিকিৎসা পরিষেবা পাওয়া যায় বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের নির্বাচপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি ক্লাবে থেকে চলতে সুস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা দেওয়ার কাজ। ফোনে চিকিৎসা সংক্রান্ত পরিচয় পৌঁছে দিতে বেশিরভাগ সময়েই সমস্যার সম্মুখীন হতে হতো স্বাস্থ্যকর্মীর পাশাপাশি সাধারণ মানুষদের। এছাড়াও এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র না থাকার ফলে বহু মানুষজন নন্দকুমার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হতো চিকিৎসার কারণে।
advertisement
বাড়ির কাছে এই সুস্বাস্থ্য কেন্দ্র পেয়ে এলাকাবাসী বেজায় খুশি। সুস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে শিশুদের টিকাকরণ গর্ভবতী মহিলাদের টিকাকরণের পাশাপাশি করণাকালী চিকিৎসা পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দিতে পরীক্ষার জন্য ভূমিকা গ্রহণ করেছে। ওই এলাকায় এতদিন সুস্বাস্থ্য কেন্দ্র না থাকায় বেশ কয়েকটি গ্রামের মানুষকে ভুক্তভোগী হতে হয়েছে। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক সুকুমার দে, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস, সহ নন্দকুমার ব্লকের স্বাস্থ্য আধিকারিক সুভাশিষ পাঠক।
advertisement
advertisement
সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় বিধায়ক সুকুমার দে জানান, 'এই এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র না থাকার ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। এবার সেই সমস্যা মিটল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চিকিৎসা ব্যবস্থা গ্রামের ছড়িয়ে দিতে একাধিক উন্নয়ন করছে। যার মধ্যে এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি পড়ে।'
Saikat Shee
Location :
First Published :
December 27, 2022 6:37 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: গ্রামে গ্রামে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চালু হল সুস্বাস্থ্য কেন্দ্র