East Medinipur News- যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তাম্রলিপ্ত এক্সপ্রেসে যোগ হল নতুন কোচ
- Published by:Samarpita Banerjee
Last Updated:
আই সি এফ কোচের পরিবর্তে জার্মান প্রযুক্তিতে তৈরি এল এইচ বি কোচ লাগানো হল তাম্রলিপ্ত এক্সপ্রেসে
#দিঘা: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে, তাম্রলিপ্ত এক্সপ্রেসে আই সি এফ কোচের পরিবর্তে জার্মান প্রযুক্তিতে তৈরি এলএইচবি কোচ লাগানো হল। দিঘা হাওড়া তাম্রলিপ্তের এক্সপ্রেসে ১৭ টি কোচ লাগানো ছিল, এবার ১৮ টি লাগান হল। পর্যটকরা অনেকটা স্বাচ্ছন্দ ভাবে চলাফেরা করতে পারবে এবং সেইসঙ্গে মালপত্র রাখার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। পুরানো কোচগুলিতে স্ক্রু কাপলিং লাগানো ছিল, এখন নতুন কোচগুলিতে সিবিসি স্ক্রু লাগানো হয়েছে। আগে ট্রেন দুর্ঘটনা ঘটলে, বগিগুলো একটির পর একটি বগি চেপে যেতে বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটতো। কিন্তু এই স্প্রিং লাগানোর ফলে বগিগুলো দুর্ঘটনায় পড়লে, একটার পর একটা পাশে দাঁড়িয়ে যাবে। উপর থেকে উপরে চাপাচাপি হবে না, যার ফলে দুর্ঘটনা ঘটলেও যাত্রীদের প্রাণহানির আশঙ্কা অনেকটাই কম হবে।
Location :
First Published :
January 27, 2022 7:39 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তাম্রলিপ্ত এক্সপ্রেসে যোগ হল নতুন কোচ