Cyber Crime: 'ক্রেডিট কার্ড করবেন?' এই ধরনের ফোন আসার পরই লক্ষ লক্ষ টাকা প্রতারণা

Last Updated:

Cyber Crime: একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের ফোনে ক্রেডিট কার্ড করার লোভণীয় অফার দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল মহিষাদলে। 

মহিষাদল থানা
মহিষাদল থানা
সৈকত শী, মহিষাদল: আবারও ব্যাঙ্ক জালিয়াতের শিকারএকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকেরা। অভিযোগ, ক্রেডিট কার্ড করার জন্য প্রথমে ফোন আসছে। গ্রাহকেরা ক্রেডিট কার্ড করার পর দেখা যাচ্ছে ব্যাঙ্ক থেকে বিভিন্ন সময়ে টাকা কাটা যাচ্ছে। টাকার অঙ্কও নেহাত কম নয়! কারও  অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা,  আবার কারও অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা প্রতারণা হয়েছে বলে অভিযোগ ওই গ্রাহকদের। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদল জুড়ে।
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের অভিযোগ ওই ব্যাঙ্কের মহিষাদল শাখার নাম নিয়ে গ্রাহকদের ফোনে বিভিন্ন আকর্ষণীয় অফার ও পুরস্কারের নাম করে ক্রেডিট কার্ড করানোর প্রলোভন দেখানো হচ্ছে। আর ক্রেডিট কার্ড করার পরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা। এরকমই এক গ্রাহক অ্যাকাউন্ট থেকে ৪৮ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ জানাল। শুধু একটি গ্রাহক না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওই শাখার অন্য বেশ কিছু গ্রাহকের কারওর ২৫ হাজার টাকা, আবার কারওর ৩ হাজার ৫০০ টাকা, কারওর ৪ হাজার ৫০০ টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ।
advertisement
advertisement
নির্দিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের  মহিষাদল ব্লকের ২৫ থেকে ৩০ জনের এই ধরনের ঘটনা ঘটে চলেছে। সমস্যা পড়েছে গ্রাহকরা। কেই কাঠ মিস্ত্রি, কেউ মশলা বিক্রেতা আবার কেউ স্বর্ণ ব্যবসায়ী। তাঁদের সঞ্চিত অর্থ এইভাবে কেটে নেওয়ায় চিন্তায় পড়েছেন তাঁরা। বর্তমান সময়ে বিভিন্ন ভাবে জালিয়াতির ঘটনা ঘটে চলেছে। তার মাঝে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই ধরনের ঘটনায় গ্রাহকদের মধ্যে চিন্তা বেড়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনেছেন গ্রহকরা। পুরো বিষয়টি জানিয়ে গ্রাহকেরা মহিষাদল থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার খেটে খাওয়া মানুষের সঞ্চিত অর্থ কি তাঁরা ফিরে পাবে? না আর পাঁচটা জালিয়াতি ঘটনার মতো গ্রহকদের টাকা খোয়া যাবে! উদ্বেগ কাটছে না গ্রাহকদের।
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Cyber Crime: 'ক্রেডিট কার্ড করবেন?' এই ধরনের ফোন আসার পরই লক্ষ লক্ষ টাকা প্রতারণা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement