Purba Medinipur: বন্যাকবলিত এলাকার মানুষজনদের মুখে হাসি ফোটাতে শুরু হল মংলামাড়ো মেলা

Last Updated:

এবছর মেলা মঞ্চ থেকে বন‍্যায় ক্ষতিগ্রস্থ মানুষের হাতে সাহায্য তুলে দেওয়া হবে এছাড়াও থাকছে গন বিবাহ ও দুস্থ ব‍্যক্তিদের শীত বস্ত্র বিতরণ ও নানান সমাজসেবা মূলক কাজ।

+
মেলার

মেলার উদ্বোধনে বিধায়ক উত্তম বারিক।

পটাশপুর: পটাশপুর এক নম্বর ব্লকের মংলামাড়োতেশুরু হল মংলামাড়ো মেলা। এবছর কেলেঘাই নদীর বাঁধ ভেঙে সেপ্টেম্বর মাসে এই এলাকা বন্যায় ভেসে যায়। সাধারণ মানুষ নিজেদের আশ্রয় ছেড়ে শিবিরে আশ্রয় নেয়। জল কমে সবকিছু স্বাভাবিক হতে ডিসেম্বর মাস লেগে যায়। ফলে মাটি হয়ে দূর্গা পুজা সহ কালী পূজার আনন্দ। আবার করোনার কারণে মংলামাড়ো মেলা শেষ দু বছর বন্ধ ছিল। কিন্তু বন্যাকবলিত এলাকার মানুষের মনে হাসি ফোটাতে এবার শুরু হল মংলামাড়োমেলা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নং ব্লকেরমংলামাড়োতে উদ্বোধন হল মংলামাড়ো মেলা। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জলনের মধ‍্য দিয়ে মেলার উদ্বোধন করেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি তিন নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, পূর্ব মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ‍্যক্ষ মিনাল কান্তি দাস, পটাশপুর থানার আরোক্ষ আধিকারিক দীপক চক্রবর্তী, পটাশপুর ১ নং ব্লকের সভাপতি নমিতা বেরা, পটাশপুর ১ নং ব্লকের সহ সভাপতি পিজুশ কান্তি পন্ডা, চিকিৎসক বাদল অশ্রু ঘাটা, মেলা কমিটির কর্মকর্তা সেক আব্দুল আহাদ আলি, মেলা কমিটির কর্মকর্তা মুক্তি রঞ্জন বেরা প্রমুখ। মেলা চলবে ৮ দিন ধরে,মেলার কদিন থাকছে গন বিবাহ ও নানান সংস্কৃতি অনুষ্ঠান ও সমাজসেবা মূলক কর্মসূচি। মেলা কমিটির কর্মকর্তা আব্দুল আহাদ আলি বলেন, 'এবছর প্রবল বন‍্যায় ভেসে ছিল পটাশপুরের বিভিন্ন এলাকা সেই বন‍্যায় ভেসে ছিল মংলামাড়ো এলাকার বিভিন্ন গ্রাম, আশ্রয় হারিয়ে সাধারণ মানুষ স্থান নিয়েছিল ত্রাণ শিবেরে সেই সমস্ত বিপদ কাটিয়ে মানুষ এখন ফিরেছে স্বাভাবিক ছন্দে। তবু সহায় সম্বল হারানো মানুষ গুলোর মন আজও ভরাক্রান্ত তাই সেই সকল মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য এই মেলার আয়োজন করেছি।' তিনি আরো জানান এবছর মেলা মঞ্চ থেকে বন‍্যায় ক্ষতিগ্রস্থ মানুষের হাতে সাহায্য তুলে দেওয়া হবে এছাড়াও থাকছে গন বিবাহ ও দুস্থ ব‍্যক্তিদের শীত বস্ত্র বিতরণ ও নানান সমাজসেবা মূলক কাজ।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: বন্যাকবলিত এলাকার মানুষজনদের মুখে হাসি ফোটাতে শুরু হল মংলামাড়ো মেলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement