Midnapore News: বৃষ্টিতে বিরাট ক্ষতির মুখে মৃৎশিল্পীরা! পুজোর আগে কী করে কাজ হবে? বাড়ছে চিন্তা
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Midnapore News : দুর্গাপুজোর আগে এই টানাবৃষ্টি। পুজোয় বাড়তি লাভের আশা ছেড়ে দিয়েছেন মৃৎশিল্পীরা!
নন্দকুমার: আশ্বিন মাসের শুরু থেকেই পূর্বমেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। আর দুর্গাপূজার আগে এই টানাবৃষ্টি পুজোয় বাড়তি লাভের আশা ছেড়ে দিয়েছেন কুম্ভকারেরা। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আপামর বাঙালির পুজো। এই পুজো ঘিরে বিভিন্ন পেশায় জড়িত থাকা মানুষেরা বাড়তি লাভের আশায় কাজ করে। পূজার মণ্ডপ শিল্পী, প্রতিমা শিল্পী থেকে শুরু করে পাড়ার দর্জি এমনকি যারা মাটির জিনিসপত্র তৈরি করেন তারাও দুর্গাপুজোর আশায় থাকেন বাড়তি লাভের। কারণ দুর্গাপুজোয় মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়। কিন্তু এবার বাধ সেধেছে বৃষ্টি!
দুর্গাপুজো যত এগিয়ে আসছে তত ব্যস্ততা বাড়ছে প্রতিটি পেশার মানুষের। বিশেষ করে যারা পুজোর সামগ্রী তৈরিতে ব্যস্ত। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় তাদের চরম অসুবিধার মুখে ঠেলে দিয়েছে। মৃৎশিল্পের সঙ্গে যুক্ত থাকা নন্দকুমারের বেতকল্লা গ্রামের বাসিন্দারা আশ্বিন মাসের প্রথম থেকে টানা বৃষ্টির কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন। দুর্গাপুজোর সহ প্রতিটি পুজোয় মাটির ঘটকলসি, সহ মাটির বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয়। কিন্তু এইসব সামগ্রী তৈরি করতে গিয়ে টানা বৃষ্টিতে সমস্যায় পড়েছে ওইসব মৃৎশিল্পীরা। পুজোর আগে বাড়তি লাভের আশায় বেশি করে মাটির সামগ্রী তৈরি করে থাকে প্রতি বছর। কিন্তু এ বছর বৃষ্টির কারণে বেশি তো দুরের কথা ন্যূনতম কাজ করা সম্ভব হয়নি।
advertisement
আরও পড়ুন:
advertisement
সামনেই দুর্গাপুজো, তার আগে পর্যাপ্ত রোদের অভাবে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বানানোর কাজ প্রায় বন্ধ কুমোর পাড়ায়। শেষ ৭-৮ দিন টানা বৃষ্টি ও মেঘলা আকাশ কাজের গতিতে থমকে দিয়েছে। ফলে প্রতিবছর দুর্গাপুজোর সময় যে বাড়তি লাভ হয়। তা এবছর পাওয়া যাবে না বলেই আশঙ্কা করছেন কুম্ভকাররা। অমলেশ পাল নামে এক কুম্ভকার জানান, ‘সারা বছর মাটির হাঁড়ি কলসি তারা তৈরি করেন। প্রতিবছর দুর্গাপূজাকে মাথায় রেখে মাটির পুজোর সামগ্রী তৈরির কাজ চলে। কিন্তু এবার প্রকৃতির বিরূপ আচরণ তাদের কাজের গতিকে থমকে দিয়েছে। ফলে তারা আর্থিক ক্ষতির মুখে।’
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 8:37 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News: বৃষ্টিতে বিরাট ক্ষতির মুখে মৃৎশিল্পীরা! পুজোর আগে কী করে কাজ হবে? বাড়ছে চিন্তা