Midnapore News: মুম্বইয়ের ধাঁচেই দিঘায় চালু হল মেরিন ড্রাইভ! চলে যাওয়া যাবে সোজা মন্দারমণি! জানুন

Last Updated:

Midnapore News: দিঘা থেকে শংকরপুর মন্দারমণি হয়ে কাঁথির সৌলা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার তৈরি হয়েছে মেরিন ড্রাইভ। যা পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন মুকুটে গর্বের পালক। পুজোর নতুন আকর্ষণ!

+
মেরিন

মেরিন ড্রাইভ ও মেরিন ড্রাইভ উদ্বোধনী দিনের ছবি

#পূর্ব মেদিনীপুর: দিঘা থেকে শংকরপুর, মন্দারমণি হয়ে কাঁথির সৌলা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার তৈরি হয়েছে মেরিন ড্রাইভ। যা পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন মুকুটে গর্বের পালক। গত সপ্তাহেই এই মেরিন ড্রাইভ উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন দুর্গা পুজোর আগেই এই মেরিন ড্রাইভ নিয়ে উন্মাদনা পর্যটকদের মধ্যে। পুজোর আগেই পর্যটকদের বড় প্রাপ্তি। দিঘার মেরিন ড্রাইভ।
কী এই মেরিন ড্রাইভ? মুম্বইয়ের মেরিন ড্রাইভের ধাঁচেই এবার পশ্চিমবঙ্গেও গড়ে উঠেছে নতুন মেরিন ড্রাইভ। ৩০ কিলোমিটার লম্বা এই ঝাঁ-চকচকে রাস্তায় জুড়েছে দিঘা, তাজপুর, মন্দারমণি এবং শংকরপুর। মাত্র আধ ঘণ্টা বা তারও কম সময়ে দিঘা থেকে শঙ্করপুর চলে যাওয়া যাবে। ফলে পুজোর আগে একবার ঘুরে আসতেই পারেন এই রাস্তা দিয়ে। এই রাস্তার মাধ্যমে সমুদ্রের শোভা উপভোগ করতে করতেই দিঘা থেকে কাঁথি যাওয়া যাবে। এই রাস্তার ফলে দিঘা এবং শংকরপুরের দূরত্ব আগের তুলনায় কমে যাবে। ফলে দিঘায় আসা পর্যটকরা আরও বেশি করে আশেপাশের ট্যুরিস্ট অঞ্চলগুলি ঘোরার উৎসাহ পাবেন। দুই পাশে অপরূপ প্রাকৃতিক শোভা। আর চাকার তলায় কালো মসৃণ রাস্তা। লং ড্রাইভ বা লং রাইডের জন্য একেবারে আদর্শ। রাস্তায় মোট ৩টি সেতু তৈরি হয়েছে, জলধা, সৌলায় এবং নায়েকালীতে।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে খবর, ৭৩ কোটি টাকার বাজেটের মধ্যে ১৬৩ কোটি খরচ হয়েছে এই সেতু তিনটি তৈরি করতেই। বাকি ১০ কোটি খরচ হয়েছে রাস্তা নির্মাণে। ইতিমধ্যেই এই মেরিন ড্রাইভ দিঘায় আসা পর্যটকদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছে। সমুদ্র সৈকতের সমান্তরাল ভাবে তৈরি হওয়া এই রাস্তা পর্যটকদের যে বিশেষ ভাবে আকৃষ্ট করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News: মুম্বইয়ের ধাঁচেই দিঘায় চালু হল মেরিন ড্রাইভ! চলে যাওয়া যাবে সোজা মন্দারমণি! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement