Midnapore News : অবাক কাণ্ড! পানীয় জলের নলকূপ থেকে বেরোচ্ছে আগুন! ভিডিও চমকে দেবে!

Last Updated:

Midnapore News: পানীয় জলের কল থেকে বেরোচ্ছে আগুন। আগুনের লিলাহীন শিখা দেখলে চমকে উঠবেন আপনিও। এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। 

+
পানীয়

পানীয় জলের কল থেকে বের হচ্ছে লেনিয়ান শিখা

#পূর্ব মেদিনীপুর: ভুতুড়ে কাণ্ড! পানীয় জলের কল থেকে বেরোচ্ছে আগুন। আগুনের লিলাহীন শিখা দেখলে চমকে উঠবেন আপনিও। যা ঘিরে রীতিমতো এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। ছিল পানীয় জলের নলকূপ, কিন্তু রাতারাতি ভোলবদল। পানীয় জলের নলকূপ থেকেই বেরোচ্ছে আগুনের লেলিহান শিখা। আর এমনই অদ্ভুতুড়ে কাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর ব্লকের রায়পুর সহ পার্শ্ববর্তী গ্রামে।
কি কারনে আগুন বেরোচ্ছে তা নিয়ে ধন্দে রয়েছে এলাকাবাসী। সূত্রে জানা যায় ওই পানীয় জলের কল থেকে দীর্ঘদিন ধরে জল পড়ছিল। কিন্তু হঠাৎ করেই ভোল বদল ১৭ অক্টোবর সোমবার রাত্রি সাড়ে আটটার পর থেকে। সর্বপ্রথম ওই সময়ই ওই পানীয় জলের কল থেকে আগুনের লেলিহান শিখা দেখতে প্রায় এলাকাবাসী। এলাকাবাসী জানায় পানীয় জলের কল থেকে জল পড়া বন্ধ হয়ে গ্যাস বেরতে থাকে। তারপর আগুনের শিখা। আগুনের লেলিহান শিখার তীব্রতা এতটাই যে দিনের বেলায় স্পষ্ট ধরা পড়ছে।
advertisement
advertisement
এই ঘটনা ঘিরে চন্ডিপুরের ওই রায়পুর গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসী আশঙ্কা করছে পানীয় জলের ফলে লেলিহান আগুনের শিখা থেকে এলাকায় আগুন ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটবে। ঘটনার খবর পেয়ে চন্ডিপুর ব্লকের বিডিও ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে কলের পাইপ তুলে বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক। ব্লক প্রশাসন সূত্রে জানা যায় ঘটনার প্রকৃত কারণ জানতে বিশেষজ্ঞ টিম দ্বারা তদন্ত করা হবে।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News : অবাক কাণ্ড! পানীয় জলের নলকূপ থেকে বেরোচ্ছে আগুন! ভিডিও চমকে দেবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement