Midnapore News: ২৬৫ জন পড়ুয়া! শিক্ষক মাত্র ৮! ভেঙে পড়ছে স্কুলের ছাদ! জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Midnapore News: যে কোনও সময় মাথায় ভেঙে পড়তে পারে স্কুলের ছাদ! এই অবস্থাতেই কোনওমতে চলছে ক্লাস! আতঙ্কে অভিভাবক থেকে শিক্ষক!
#পূর্ব মেদিনীপুর: প্রায় শতবর্ষের দোরগোড়ায় থাকা প্রাথমিক বিদ্যালয় এর বেহাল অবস্থা। স্কুলের বয়স ৮২! কিন্তু সম্পূর্ণ স্কুল ভবন কংক্রিটের নয়। ফলে প্রতিনিয়ত টালির চাল, মাটির ছাদ থেকে ছাত্র-ছাত্রীদের মাথায় ভেঙে পড়ছে চাঙর। নতুন ভবনের জন্য আবেদনের পরও সরকারের পক্ষ থেকে মেলেনি সুরাহা। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের বেড়ে ওঠার প্রথম ধাপের বড় ভূমিকা প্রাথমিক বিদ্যালয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয় ভবনের বেহাল দশা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণ চক প্রাথমিক বিদ্যালয় ভবনের বেহাল দশা।
দূর দূরান্ত এলাকা থেকে দুঃস্থ পরিবার ছাত্র-ছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসে। এই এলাকার ছেলেমেয়ের অভিভাবকরা কোনও প্রকার ইংলিশ মিডিয়াম অথবা বেসরকারি স্কুলে পাঠায় না তারা এই প্রাথমিক বিদ্যালয়কেই তাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে ভরসা করে।বর্তমানে প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৬৫ জন। শিক্ষক শিক্ষিকা মিলিয়ে ৮ জন। বর্তমান সময়ে স্কুলে ছাত্র ছাত্রীর অভাবে পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি প্রাথমিক স্কুল ও জুনিয়ার হাই স্কুল বন্ধ হয়েছে। সেখানে আড়াইশোর বেশি ছাত্র থাকলেও স্কুল ভবনের অভাব এই কল্যানচক প্রাথমিক বিদ্যালয়ে।
advertisement
advertisement
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা, স্কুল কমিটির সদস্যা সরকারের কাছে বারংবার আবেদন জানিয়ে কোনও ফল হয়নি। আশেপাশের বেশ কয়েকটি কল্যাণচক, পানিশীতি, ভবানীপুর, শীতলপুর, শ্যামসুন্দরপুর, পূর্ব গুমাই সহ আরও অন্যান্য গ্রামের ছেলেমেয়েরা এই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। স্কুলে এসে পড়ুয়াদের যেমন আতঙ্ক গ্রাস করে স্কুল ভবনের জন্য। তেমনই তাদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকে বাড়ির অভিভাবকেরা।
advertisement
Saikat Shee
view commentsLocation :
First Published :
September 03, 2022 10:03 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News: ২৬৫ জন পড়ুয়া! শিক্ষক মাত্র ৮! ভেঙে পড়ছে স্কুলের ছাদ! জানুন