Medinipur News: উত্তাল সমুদ্র, বাঁধ ভেঙে জল ঢুকল লোকালয়ে! ভয়াবহ অবস্থা পূর্ব মেদিনীপুরে!

Last Updated:

Medinipur News: নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হওয়ায় বাঁধ ভেঙে জল ঢুকল খেজুরির বিস্তীর্ণ এলাকায়। 

+
বাঁধ

বাঁধ ভেঙে জলে মগ্ন খেজুরির বিস্তীর্ণ এলাকা। 

# পূর্ব মেদিনীপুর: আবহাওয়া দফতরের ঘোষণা মতোই বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টিপাত। উপকূলবর্তী অঞ্চলে লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৬৫ কিলোমিটার উপকূলবর্তী অঞ্চল। নিম্ন চাপের প্রবল বৃষ্টি ও ঝড়ো হওয়ায় উপকূলবর্তী অঞ্চলসহ পূর্ব মেদিনীপুর জেলায় জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে। উপকূলবর্তী অঞ্চল খেজুরিতে নিম্ন চাপের বৃষ্টি ও ঝড়ো হওয়ার দাপটে বাঁধ ভেঙে জল ঢুকল লোকালয়ে।
পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রশাসন সমস্ত রকম পরিস্থিতির দিকে নজর রাখছে। খেজুরির নিচকসবা, জনকা পাঁচুড়িয়া এলাকায় বাঁধ ভেঙে নোনা জল ঢোকে লোকালয়ে ও চাষের খেতে। মানুষজন ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। ফলে নিম্নচাপ এলে আশঙ্কায় ভুগছে উপকূলবর্তী অঞ্চলের মানুষজন। উপকূলবর্তী অঞ্চলের মানুষজনের ক্ষোভ গিয়ে পড়েছে প্রশাসনের ওপর।
advertisement
advertisement
আবহাওয়া দফতরের ঘোষণামত নিম্নচাপ ওড়িশা উপকূল হয়ে ছত্তিশগড় অভিমুখের স্থলভাগের দিকে এগিয়ে যাবে। এর জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হওয়া বইছে। উত্তাল সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে মৎস্য শিকারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ২০ অগাস্ট পর্যন্ত। এছাড়াও উপকূলবর্তী অঞ্চলে লাল সর্তকতা জারি। দিঘা মন্দারমনি শঙ্করপুর সহ পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত গুলিতে পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একদিকে বৃষ্টি অন্যদিকে ঝড়ের দাপটে, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ উপকূল অঞ্চলে বিদ্যুৎ সংযোগ প্রায় বিচ্ছিন্ন। ২১  অগাস্ট রবিবার পর্যন্ত সমস্ত রকম পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Medinipur News: উত্তাল সমুদ্র, বাঁধ ভেঙে জল ঢুকল লোকালয়ে! ভয়াবহ অবস্থা পূর্ব মেদিনীপুরে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement