হোম /খবর /পূর্ব মেদিনীপুর /
জীবিতকে মৃত বলে ঘোষণা, চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ!

East Medinipur News- জীবিতকে মৃত বলে ঘোষণা, চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ!

জেলা পুলিশ সুপারের কার্যালয় 

জেলা পুলিশ সুপারের কার্যালয় 

বুধবার রাতে আচমকাই ওই প্রসূতি অসুস্থ হয়ে পড়ে। এরপর চিকিৎসক ওই প্রসূতিকে মৃত বলে ঘোষণা করেন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#রামনগর: জীবিতকে মৃত বলে ঘোষণা চিকিৎসকের, পরে কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু। চিকিৎসকের গাফিলতির কারণে প্রাণ হারালেন প্রসূতি, বলে অভিযোগ পরিবারের (East Medinipur News)। চিকিৎসার গাফিলতিতে, পূর্ব মেদিনীপুর রামনগরের একটি বেসরকারি নার্সিংহোমে প্রসূতির মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র চেহারা নিল। মৃতার পরিবারের সদস্য থেকে আত্মীয়-পরিজনরা বৃহস্পতিবার নার্সিংহোমের  সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর পেয়ে হাজির হয় রামনগর থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও উত্তেজনা থাকায় নার্সিংহোম চত্বরে পুলিশ পিকেট রয়েছে। কর্তব্যরত চিকিৎসকের গাফিলতির কারণেই এমন ঘটনা বলে পরিবারের অভিযোগ। মৃত কবিতা মান্না জানা (২৮)। বাড়ি রামনগর থানার পাটনা গ্রামে।

সূত্রের খবর, দুদিন আগে রামনগরে হলদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মুকুল জানার স্ত্রী'র কবিতা মান্না জানার প্রসব যন্ত্রনা শুরু হলে রামনগরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা (East Medinipur News)। পরে কবিতাদেবী দুটি যমজ কন্যা সন্তানের জন্ম দেন। তারপরে সুস্থ ছিল ওই প্রসূতি বলে পরিবারের সদস্যদের দাবি। বুধবার রাতে আচমকাই ওই প্রসূতি অসুস্থ হয়ে পড়ে। এরপর চিকিৎসক ওই প্রসূতিকে মৃত বলে ঘোষণা করেন। এরপর একজন চিকিৎসক এসে জানায় প্রসূতি জীবিত রয়েছে। তারপরই দ্রুত কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই বধূর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে মৃত বধূর পরিবারের সদস্যরা এসে বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে রামনগর থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।
মৃত কবিতা মান্না জানার আত্মীয় শৌভিক জানা বলেন, "দু'দিন আগে, সোমবার বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলাম। এরপর দুটি যমজ কন্যাসন্তানের জন্ম দেন। দুটি যমজ বাচ্চা ও তার মা সুস্থ ছিল। বুধবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়ে। নার্সিংহোমে কর্তব্যরত একজন চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন, পরে আরেকজন এসে জানায় ওই বধূ জীবিত রয়েছে। দ্রুত গাড়িতে করে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। চিকিৎসকের এই গাফিলতির কারণে পরিবারের আত্মীয়কে হারালাম। এই চিকিৎসকের কঠোরতম শাস্তি চাই। এখানে কোনো পাশ করা নার্স থাকে না। পড়াশোনা করতে করতে এখানে নার্সের কাজ করেন। অবিলম্বে এই নার্সিংহোমটি বন্ধ করতে হবে। বিগত দিনে নার্সিংহোমের বিরুদ্ধের একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি"। (East Medinipur News)রামনগর থানার এক পুলিশ আধিকারিক বলেন, "এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে।'' এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষ তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। Saikat Shee
Published by:Samarpita Banerjee
First published:

Tags: Death, East Medinipur, Medical negligence