Digha Marine Drive: কেবল সৌন্দর্যবৃদ্ধি নয়, এবার বর্ষায় রক্ষাকবচ দিঘার মেরিন ড্রাইভ! কীভাবে জানেন কি
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Digha Marine Drive: দিঘা থেকে কাঁথি শৌলা পর্যন্ত ২৬ কিলোমিটার মেরিন ড্রাইভ উপকূলবর্তী বানভাসি মানুষের সুরক্ষার ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর তাতেই খুশি উপকূলবর্তী অঞ্চলের মানুষজন।
দিঘা: দিঘা থেকে কাঁথি শৌলা পর্যন্ত ২৬ কিলোমিটার মেরিন ড্রাইভ উপকূলবর্তী বানভাসি মানুষের সুরক্ষার ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর তাতেই খুশি উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দারা। বর্ষার সময় ভরা কোটালে জোয়ারের জল প্রবেশ করত উপকূলবর্তী গ্রামাঞ্চলের জনজীবন ও চাষবাসের ক্ষেতে। সমুদ্রের নোনা জলে ক্ষতি হত চাষবাসের আর তার প্রভাব পড়ত উপকূলবর্তী অঞ্চলের অর্থনীতিতে। কিন্তু সৌন্দর্যায়নের জন্য নির্মিত মেরিন ড্রাইভ এবার বর্ষায় রক্ষাকবচ হয়ে উঠেছে।
প্রাকৃতিক বিপর্যয় ও প্রতিবছর বর্ষাকালে রামনগর বিধানসভার তাজপুর, শংকরপুর উপকূলবর্তী এলাকা প্রায় ডুবে যেত। জোয়ারের সমুদ্রের জল প্রবেশ করত গ্রামে। বিঘার পর বিঘা জমির ধান যেমন নষ্ট হত, তেমনই মানুষ হয়ে পড়তেন গৃহহীন। আশ্রয় নিতে হত অন্যত্র।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার সৌন্দর্য বাড়াতে মেরিন ড্রাইভ নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর দ্রুতই তা কার্যকর হয়। অন্যদিকে রাজ্য সরকারের প্রচেষ্টায় নির্মিত হয়েছে শংকরপুর সমুদ্র বাঁধ। বাঁধ নির্মাণ মানুষের জীবনযাত্রায় অনেকটাই বদল এনেছে। তাজপুর থেকে শংকরপুর পর্যন্ত এলাকার মানুষরা নিশ্চিন্তে থাকতে পারবে এমনটাই মনে করছেন তারা।
advertisement
রামনগর বিধানসভার অন্তর্গত দিঘা মান্দারমণি মেরিন ড্রাইভ একদিকে যেমন সৌন্দর্যায়ন হয়েছে ঠিক তেমনি ভাবে শংকরপুর থেকে তাজপুর পর্যন্ত দীর্ঘদিনের ভগ্নপ্রায় সমুদ্র বাঁধ অবশেষে নির্মাণ করা হয়েছে।
তাজপুর, জামড়া শ্যামপুর, টেংরামারী এলাকা-সহ রামনগর বিধানসভার তালগাছারী দু’নম্বর ব্লকের সমুদ্র বাঁধ নির্মাণ হওয়ায় গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শাসকবিরোধী দুই শিবিরের সমস্যা ছিল এই সমুদ্রবাঁধ নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট মেরিন ড্রাইভের সঙ্গে সঙ্গে নির্মাণ করা হয়েছে সমুদ্র বাঁধও। খুশি এলাকাবাসী।
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2023 10:21 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha Marine Drive: কেবল সৌন্দর্যবৃদ্ধি নয়, এবার বর্ষায় রক্ষাকবচ দিঘার মেরিন ড্রাইভ! কীভাবে জানেন কি