advertisement

Purba Medinipur: বিপদ এড়াল দিঘা-মুখি ট্রেন! পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত হল মালগাড়ি

Last Updated:

১৫ জুন, বুধবার বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেল শাখা। দক্ষিণ পূর্ব রেল শাখার পাঁশকুড়া দিঘা লাইনের ক্রসিং এর কাছে এদিন বেলার দিকে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়ে।

+
পাঁশকুড়ার

পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত মালগাড়ি।

পূর্ব মেদিনীপুর: ১৫ জুন, বুধবার বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেল শাখা। দক্ষিণ পূর্ব রেল শাখার পাঁশকুড়া দিঘা লাইনের ক্রসিং এর কাছে এদিন বেলার দিকে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়ে। পাঁশকুড়া হলদিয়া বা পাঁশকুড়া দিঘা রেললাইনের রঘুনাথবাড়ি স্টেশনে কাছে দিঘা লাইনের ক্রসিং পার হতে গিয়ে আচমকা লাইনচ্যুত হয়ে পড়ে হলদিয়া থেকে খড়গপুর যাওয়া একটি মালগাড়ি। ওই সময় ওই রুটে কোনও ট্রেন না থাকায় বড়সড় কোন দুর্ঘটনা ঘটেনি। যদিও এর কিছুক্ষণের মধ্যেই ঐ রুট দিয়েই দিঘা গামী এক্সপ্রেস ট্রেন হলদিয়া গামী লোকাল ট্রেনের সময় ছিল। পাঁশকুড়া রেল পুলিশের তৎপরতায় বিপত্তি এড়ানো গিয়েছে।
পাঁশকুড়া রেল পুলিশের তরফ থেকে জানা যায়, মালগাড়ি লাইনচ্যুত হওয়ার পর দ্রুতই লাইন স্বাভাবিক রাখার জন্য কাজ শুরু হয়। প্রায় দু'ঘণ্টার প্রচেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় ওই লাইনে। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে প্রায় দু'ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দিঘা গামী, হলদিয়া গামী ট্রেন আগের স্টেশনে রেলের তরফে আটকে রাখা হয়।
advertisement
advertisement
এমনকি একটি ডাউন পাঁশকুড়া লোকাল ট্রেন রঘুনাথবাড়ি স্টেশনে আটকে পড়ে। তীব্র গরমে ট্রেনের ভিতর আটকে পড়া অসুবিধার সম্মুখীন হয় সাধারণ যাত্রীরা। লোকাল ট্রেনের এক সাধারণ যাত্রী জানায়, 'দীর্ঘক্ষন আটকে থাকার ফলে গরমে অসুস্থ বোধ করছি, বড়দের পাশাপাশি ছোটদের অবস্থায় একই।
advertisement
আরও পড়ুনঃ জেলা জুড়ে সুষ্ঠ জল নিকাশীর দাবীতে জেলা শাসক কার্যালয়ে বিক্ষোভ
রেলের গাফিলতির কারণে বারবার সাধারণ যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়।' প্রসঙ্গত পাঁশকুড়া হলদিয়া বা দিঘা রুটের এই লাইনে সম্প্রতি তমলুকের ধারিন্দার কাছে বগিচুত্য হয় মালগাড়ি।
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: বিপদ এড়াল দিঘা-মুখি ট্রেন! পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত হল মালগাড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement