Lok Sabha Election: ভোটের আগেই ভোটদান! কিন্তু কেন? জানলে অবাক হয়ে যাবেন
- Published by:Sayani Rana
- news18 bangla
- Written by:Sujit Bhoumik
Last Updated:
ভোটের আগেই ভোট! পুলিশি প্রহরায় পূর্ব মেদিনীপুরের জায়গায় জায়গায় শুরু হয়েছে সেই ভোটদান। লাইনে দাঁড়িয়ে ভোটাররা এক এক করে ভোট দিচ্ছেন। যে কোন সময়ই ঘোষণা হয়ে যাবে লোকসভা ভোটের দিনক্ষণ। কিন্তু তার আগে কেন হচ্ছে এই ভোটদান প্রক্রিয়া? জানলে অবাক হয়ে যাবেন।
ভোটের আগেই ভোট! পুলিশি প্রহরায় পূর্ব মেদিনীপুরের জায়গায় জায়গায় শুরু হয়েছে সেই ভোটদান। লাইনে দাঁড়িয়ে ভোটাররা এক এক করে ভোট দিচ্ছেন। যে কোন সময়ই ঘোষণা হয়ে যাবে লোকসভা ভোটের দিনক্ষণ। কিন্তু তার আগে কেন হচ্ছে এই ভোটদান প্রক্রিয়া? জানলে অবাক হয়ে যাবেন।
ভোটের আগে ভোটারদের ভোটদান সম্পর্কে সচেতন করতে এভাবেই মক ভোটদান প্রক্রিয়া বা ভোট ক্যাম্পেন চলছে এলাকায় এলাকায়। তবে এই প্রক্রিয়া চলছে একেবারে প্রশাসনিক উদ্যোগে। মূলত নির্বাচন কমিশনের নির্দেশে করা হচ্ছে এই মক ভোট।
আরও পড়ুন: ‘এই’ ফুল বাড়িতে ফোটানো খুব কঠিন! কীভাবে সহজেই এই গাছের পরিচর্যা করবেন, রইল টিপস
advertisement
advertisement
কলেজ, বাজার এলাকা-সহ জনবহুল এলাকায় ভোটারদের সচেতন করতে ইভিএম নিয়ে ভোট সচেতনতায় নেমেছেন জেলা এবং ব্লকের আধিকারিকরা। রাস্তার পাশে, বাজারের মাঝে ইভিএম রেখে মক ভোটদানের আয়োজন চলছে।
আরও পড়ুন: সরস্বতী পুজোর দিন এইসব কাজ করলেই আসবে রাশি রাশি টাকা! সোনায় মুড়বে কপাল, হাতের মুঠোয় ধরা দেবে সাফল্য
advertisement
কিন্তু মনে প্রশ্ন আসতে পারে কেন এই আয়োজন? মূলত নতুন ভোটারদের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি। রাস্তার পাশে ইভিএম রেখে দেওয়াতে, তা দেখে পথ চলতি মানুষজন স্বাভাবিক ভাবেই আগ্রহ প্রকাশ করছে। সেই আগ্রহ থেকেই এগিয়ে আসছে ভোট দিতে। ভোটের আগেই ভোট দিতে পেরে খুশি ভোটাররাও। মানুষজনের কাছ থেকে সাড়া পেয়ে খুশি প্রশাসনের লোকজনও।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2024 5:52 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Lok Sabha Election: ভোটের আগেই ভোটদান! কিন্তু কেন? জানলে অবাক হয়ে যাবেন