Purba Medinipur News: নন্দকুমারের সাউতান চকে দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজো বড় উৎসব!

Last Updated:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া রেশ কাটতে না কাটতেই চলে আসে কোজাগরী লক্ষ্মীপুজো। শস্যের দেবী, ধন সম্পদের দেবী সুখ সমৃদ্ধির দেবী লক্ষ্মী বাঙালির ঘরে ঘরে পূজিত হন।

+
একটি

একটি মণ্ডপের লক্ষ্মী প্রতিমা 

#নন্দকুমার : বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া রেশ কাটতে না কাটতেই চলে আসে কোজাগরী লক্ষ্মীপুজো। শস্যের দেবী, ধন সম্পদের দেবী সুখ সমৃদ্ধির দেবী লক্ষ্মী বাঙালির ঘরে ঘরে পূজিত হন। শুধু বাঙালির ঘরে ঘরে নয়, পূর্ব মেদিনীপুর জেলার একটি গ্রামে দেবী লক্ষ্মীর পূজা হয় মহা ধুমধাম এর সঙ্গে। এই গ্রামে বড় উৎসব দুর্গাপুজো নয় মানুষ মেতে ওঠে লক্ষ্মীপুজোর আনন্দে। বিগত দু'বছর করোনা নামক অতিমারির কারণে সেই আনন্দ উৎসবে কোথাও যেন ছেদ পড়েছিল। কিন্তু এবছ র করোনার প্রাদুর্ভাব না থাকায় মহা ধুমধামের সহিত আবারও আরাধিত হচ্ছেন ধনসম্পদ ও সুখ সমৃদ্ধির দেবী লক্ষ্মী।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে বিভিন্ন জায়গায় কোজগরী লক্ষ্মীপূজায় মেতে ওঠেন এলাকাবাসী। কিন্তু লক্ষ্মী পূজা ঘিরে প্রতিবছর সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠান আয়োজিত হয় নন্দকুমারের সাউতান চক এলাকায়, এ বছরও তার ব্যতিক্রম ঘটল না। মেছেদা টেংরাখালি বাস রাস্তার পাশে ৭ থেকে ৮ টি বিগ বাজেটের পুজোর আয়োজন হয়। প্রতিটি পুজো মণ্ডপ থিমের তৈরি। মণ্ডপে চকলেটের প্রতিমা আবার কোথাও ডাকের সাজের প্রতিমা।
advertisement
আরও পড়ুনঃ সংসারের লক্ষ্মীর হাতেই সেজে উঠছেন দেবী লক্ষ্মী
সাউতান চকে সবচেয়ে বড় বাজেটের পুজো বাজার কমিটির। তাদের এবছরের থিম 'বন্দী দশা থেকে মুক্তি'। মণ্ডপের সাজেতুলে ধরা হয়েছে পাখির বন্দি থাকার যন্ত্রণা। মন্ডল প্রবেশ করলেই দেখা যাবে বড় খাঁচার ভেতর বেদনাবিদুর পাখি মানবী। এছাড়াও মুন লাইট ক্লাবের প্রতিমা তৈরি করা হয়েছে চকলেট দিয়ে। প্রতিটি পুজো মণ্ডপে বিকেলের পর থেকেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।
advertisement
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: নন্দকুমারের সাউতান চকে দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজো বড় উৎসব!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement